ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

বিবিধ

পাঠাও নিয়ে এলো চট্টগ্রামবাসীদের জন্য ক্যাম্পেইন

(১ মাস আগে) ১৪ ডিসেম্বর ২০২৪, শনিবার, ৩:২৭ অপরাহ্ন

mzamin

ও’ বদ্দা Only চিটাং

ঢাকা, বাংলাদেশ- ১৪ ডিসেম্বর, ২০২৪: বাংলাদেশের জনপ্রিয় রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম পাঠাও, শুধুমাত্র চট্টগ্রামবাসীদের জন্য নিয়ে এলো ‘ও’ বদ্দা Only চিটাং’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে থাকছে পাঠাও-এর পুরাতন ও নতুন ইউজারদের জন্য পাঠাও কার, বাইক ও ফুড-এ এক্সাইটিং সব ডিসকাউন্টস! ক্যাম্পেইনটি চলবে, ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। 
হোক চট্টগ্রামের ব্যস্ত রাস্তায় ঘুরে বেড়ানো, কাজের জন্য যাতায়াতে  বা লোকাল ফুডগুলো উপভোগ করতে, পাঠাও-এর এই ক্যাম্পেইনের এক্সাইটিং অফারগুলো এভেইল করে  সহজে ও বাজেটের মধ্যে করতে পারবেন সবকিছু। 
নিউ ইউজারদের জন্য এক্সক্লুসিভ অফারস:
পাঠাও কার: প্রোমো FEST100 ইউজ করলেই পাবেন, ৫০% অফ, ১২৫ টাকা পর্যন্ত
পাঠাও বাইক: প্রোমো FIRSTRIDE50 ইউজ করলেই পাবেন, ৫০% অফ, ৬৫ টাকা পর্যন্ত
পাঠাও ফুড: প্রোমো HELLO100 ইউজ করলেই পাবেন, ৫০% অফ, ১০০ টাকা পর্যন্ত
এক্সিসটিং ইউজারদের জন্য এক্সাইটিং অফারস:
পাঠাও কার: প্রোমো CTGCAR ইউজ করলেই পাবেন, ৫০% অফ, ৯০ টাকা পর্যন্ত
পাঠাও বাইক: প্রোমো CTGBIKE ইউজ করলেই পাবেন, ৫০% অফ, ৪০ টাকা পর্যন্ত
পাঠাও ফুড: প্রোমো FOODCTG ইউজ করলেই পাবেন, ৩০% অফ, ১০০ টাকা পর্যন্ত
এই প্রোমোগুলো ইউজ করে চট্টগ্রামবাসীরা এখন সহজেই ও সাশ্রয়ে রাইড ও ফুড উপভোগ করতে পারবেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে পাঠাও তুলে ধরেছে যে পাঠাও প্রতিটি শহরের বিশেষ চাহিদাগুলো মেটাতে চেষ্টা করে আসছে। 
চট্টগ্রামবাসীরা, এখনই সময় পাঠাও-এর সাথে শহরজুড়ে ঘুরে বেড়ানো ও মজাদার সব খাবার উপভোগ করার। এই ক্যাম্পেইনে দারুণ সব ডিসকাউন্ট নিয়ে পাঠাও-এর সাথে আছে সুলতানস ডাইন, কাচ্চি ডাইন, বারকোড, চমক সহ চট্টগ্রামের আরও সেরা সব রেস্টুরেন্টস। 
আজই পাঠাও ডাউনলোড করুন আর উপভোগ করুন ‘ও’ বদ্দা Only চিটাং’ ক্যাম্পেইনের এক্সাইটিং সব ডিলস ও ডিসকাউন্টস! 
২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্লাটফর্ম তৈরি করছে যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে। ১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, ১,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
 

বিবিধ থেকে আরও পড়ুন

আরও খবর

বিবিধ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status