বিশ্বজমিন
পলাতক বাশারের পিতা হাফিজের সমাধিতে আগুন
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ৭:৩৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৯ অপরাহ্ন
দাউ দাউ জ্বলল সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের সমাধি। পূর্বাঞ্চলীয় লাতাকিয়ায় অবস্থিত তার সমাধিতে বিদ্রোহী যোদ্ধারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
হাফিজ আল আসাদ পলাতক সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পিতা। কিন্তু বাশার আল আসাদ দেশে এতটাই ঘৃণা অর্জন করেছেন যে, সেই ঘৃণার আগুনে শেষ পর্যন্ত পুড়তে হলো তার পিতাকে। সশস্ত্র যোদ্ধাদের দেয়া আগুনে দাউ দাউ করে জ্বলল হাফিজ আল আসাদের কবর। এ সময় তা ঘিরে দাঁড়িয়ে থাকা সশস্ত্র বিদ্রোহী যোদ্ধাদের পোজ দিতে দেখা যায়।
অনেক ভাগ্য বাংলাদেশ আওয়ামী লীগের। কারন আসাদের পতন যদি হাসিনার পূর্বে হতো তাহলে এদেশেও সিরিয়ার অনুরূপ কিছু ঘটতে পারত।
এই প্রতিফলের জন্য কতখানি ঘৃণা অর্জন করতে হয়.............