বাংলারজমিন
ত্যাগের প্রতিদান পেলেন কামাল উদ্দিন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
(১ মাস আগে) ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ৬:৫৬ অপরাহ্ন
দীর্ঘদিন ধরে গোয়াইনঘাটে বিএনপির সহযোগী সংগঠন ওলামা দলের রাজনীতির সাথে জড়িত তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। নিজের ফেসবুক ওয়ালে প্রতিনিয়তই সরকারের সমালোচনা, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে ফেসবুক কড়া সমালোচনাও করে এসেছেন। সরকারের বিরুদ্ধে ধারাবাহিক সমালোচনার কারণে ৩টি গায়েবি মামলায় আসামি হয়ে আদালতের বারান্দায় মাসের পর মাস হাজিরা দিয়েছিলেন। সরকারের তরফে যখন তাকে গ্রেপ্তারে পুলিশের উপর চাপ ছিলো তখন বাড়িঘর ফেলে রাত কাটাতে হতো হাওর কিংবা দূরের কোন গ্রামের কোন আত্মীয়ের বাড়িতে। তিনি মাওলানা মো. কামাল উদ্দিন। গোয়াইনঘাটের লেঙ্গুড়া ইউনিয়নের জাতুগ্রামের বাসিন্দা। তিনি লেঙ্গুড়া পরিষদের সাবেক একজন সদস্য। দীর্ঘদিন বিএনপির রাজনীতি, ত্যাগ ও শ্রমের মর্যাদা পেয়েছেন তিনি। তাকে সিলেটের সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদের সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। এম এম কামাল উদ্দিনকে সিলেট জেলা ওলামা দলের সদস্য সচিব নির্বাচিত করায় গোয়াইনঘাট বিএনপি ও অঙ্গ সংগঠনে উচ্ছসিত সাধারণ নেতাকর্মীরা। তৃণমুল থেকে রাজপথে থেকে ঝড়ঝাপটা কাটিয়ে উঠা কামালকে জেলা পর্যায়ে ওলামা দলের গুরুত্বপূর্ণ পদে পদায়িত করায় সবাই খুশি। ওলামা দলের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় বন্ধুবান্ধব সুজন ও দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরা গোয়াইনঘাটে তাকে মিষ্টিমুখও করাচ্ছেন।