ভারত
কোচবিহারকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে ‘রেল রোকো’, চরম দুর্ভোগ যাত্রীদের
সেবন্তী ভট্টাচার্য্য, কলকাতা থেকে
(১ মাস আগে) ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ১:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২২ অপরাহ্ন
আবার আন্দোলনের পথে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলাকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে রেল রোকো আন্দোলন শুরু করেছেন সংগঠনের সদস্যরা। বুধবার ভোরে বংশী বদনের নেতৃত্বে আসাম-পশ্চিমবঙ্গ সীমানার জোড়াই স্টেশনে বসে পড়েন সংগঠনের কর্মীরা। ফলে উত্তরবঙ্গের চার জেলায় একের পর এক আটকে পড়ে বহু ট্রেন। মঙ্গলবার রাত থেকে উত্তর-পূর্ব ভারতের রেল পরিষেবা প্রভাবিত হয়েছে। বাতিল হয়েছে নিউ জলপাইগুড়ি-গৌহাটি বন্দে ভারত এক্সপ্রেস, বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ইত্যাদি। ঘুরপথে যাত্রা করছে ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, আনন্দবিহার অরুণাচল এক্সপ্রেস, নিউ দিল্লি এক্সপ্রেস এবং কামাখ্যা রাজেন্দ্রনগর এক্সপ্রেস। স্বাভাবিকভাবে অসুবিধার সম্মুখীন হয়েছেন প্রচুর যাত্রী। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের দাবি, কোচবিহারকে পৃথক রাজ্যের মর্যাদা দিতে হবে। সেই ইস্যুতেই নতুন করে উত্তাল হয়ে উঠল উত্তরবঙ্গের একাংশ। অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতা বংশীবদন বর্মণের ঘোষণা মতো ১১ ডিসেম্বর থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ‘রেল রোকো আন্দোলন’ শুরু হয়েছে। মঙ্গলবার রাত থেকেই বংশীবদন কর্মী-সমর্থকদের নিয়ে জমায়েত শুরু করেন অসম-পশ্চিমবঙ্গ সীমানায় জোড়াই রেলস্টেশনে। বুধবার ভোরের আলো ফুটতেই ওই কর্মী-সমর্থকেরা রেলপথে বসে পড়েন। হাতে ফেস্টুন, পোস্টার নিয়ে স্লোগান তোলেন তাঁরা। আট বছর আগে, ২০১৬ সালে এভাবেই আলাদা রাজ্যের দাবি তুলে রেল অবরোধ কর্মসূচি শুরু করেছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। পৃথক রাজ্যের দাবিতে নিউ কোচবিহার স্টেশনে অনির্দিষ্টকালের জন্য অবরোধ শুরু হয়েছিল। প্রায় আশি ঘণ্টা ধরে অবরোধ চলার পরে অভিযান চালায় পুলিশ।
কোচ বিহার বাংলাদেশের সাথে যোগ দিলে আলাদা রাজ্যের মর্যাদা পাবে