ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

নির্বাচন যত বিলম্বে হবে, ততই ষড়যন্ত্র হবে- খন্দকার মোশাররফ

স্টাফ রিপোর্টার কুমিল্লা থেকে
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার

নির্বাচন যত বিলম্বে হবে, বাংলাদেশ নিয়ে ততই ষড়যন্ত্র হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না। একটি মহল চেষ্টা করছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে। অতিদ্রুত সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। কারণ, পতিত সরকারের দোসররা দেশে এবং ভারতে বসে দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা নগরের ঢুলিপাড়া এলাকায় ফান টাউন মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কুমিল্লা বিভাগীয় বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন।
অন্তর্বর্তী সরকারকে দিয়ে দেশের সব ক্ষেত্রে সংস্কার সম্ভব নয় উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য একটি দলীয় সরকার প্রয়োজন। তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে একটি দলীয় সরকার গঠন বাংলাদেশের মানুষের দাবি। বিএনপি’র জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা এই সরকারকে সমর্থন জানিয়েছি। এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল হিসেবে। এই সরকার তাদের কিছু কাজ সম্পন্ন করে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে, যে পরিবেশে মানুষ তাদের অধিকার প্রয়োগ করবে। অধিকারের মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার। সে জন্য আপনারা দেখেছেন যে যখন আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি, তখন থেকেই তারেক রহমান এবং আমরা যেখানেই বক্তব্য রাখছি, আমরা কিন্তু এই কথাটা পরিষ্কার করছি, অতিদ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।
খন্দকার মোশারররফ আরও বলেন, ‘আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। 
এই সরকারকে আমাদের মতো বৃহৎ একটি রাজনৈতিক দল সমর্থন করেছে, তারা ব্যর্থ হলে কিন্তু আমরাও ব্যর্থ হবো। দেশের জনগণ ব্যর্থ হবে। বৈষম্যবিরোধী আন্দোলনের জনতার যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন, বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। পরিচালনা করেন বিএনপি’র প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কর্মশালায় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন, সহপ্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার, সহ-ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া প্রমুখ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status