ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, ১৫ কারখানায় ছুটি

স্টাফ রিপোর্টার, সাভার থেকে
১১ ডিসেম্বর ২০২৪, বুধবার

আশুলিয়ায় ১৫ শতাংশ বেতন বৃদ্ধি, ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল অন্তত ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পেরুলেও শ্রমিকরা কাজে যোগদান না করায় কারখানাগুলোতে ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এসময় বন্ধ কারখানা খুলে দেয়াসহ তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়ার দাবি জানিয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নেয়ার চেষ্টা করে। পরে শিল্প পুলিশ ও  যৌথ বাহিনীর সদস্যরা বিষয়টি জানতে পেরে শ্রমিকদেরকে সড়ক থেকে সরিয়ে দেন। শিল্প পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে কারখানাগুলোর শ্রমিকরা ১৫ শতাংশ ইনক্রিমেন্ট, ২৫ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে কর্মবিরতি পালন করে। এসময় তারা কর্তৃপক্ষের ছুটি ব্যতীত ফ্যাক্টরি থেকে বের হয়ে যায় এবং কারখানায় উৎপাদন বন্ধ রাখায় মালিকপক্ষ ১০ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে গেটে নোটিশ লাগিয়ে দেয়। শ্রমিক নেতা ইব্রাহিম বলেন, শ্রমিকদের দাবির মুখে সরকার ১৫ পারসেন্টের জায়গায় ৯ পারসেন্ট বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এরপরও কেন শ্রমিকরা আন্দোলন করছে এটি আসলে আমরাও বুঝতে পারছি না। একেবারে তো সবকিছু চাইলেই পাওয়া যায় না। মালিকদের বিষয়গুলোও ভাবতে হবে। তাই যে দাবি মানা হয়েছে সেটি মেনে নিয়ে শ্রমিকদের কাজে যোগদান করার আহ্বান জানান তিনি।


আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বাৎসরিক ছুটির টাকা, বকেয়া বেতন পরিশোধ ও ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে মঙ্গলবার সকাল থেকে আশুলিয়ায় বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজ না করে বসে থাকায় অন্তত ১৫টি কারখনায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এসময় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে চলে যাওয়ায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status