খেলা
টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক লিটন, নতুন মুখ রিপন মন্ডল
স্পোর্টস রিপোর্টার
(১ মাস আগে) ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৯:২০ অপরাহ্ন
চোটের কারণে টেস্ট ও ওয়ানডে দলে ছিলেন না সব ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বদলে এই দুই ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে শান্তর পরিবর্তে নেতৃত্বে ভার তুলে দেয়া হয়েছে লিটন কুমার দাসের হাতে। টি-টোয়েন্টি সিরিজে নতুন মুখ তরুণ পেসার রিপন মন্ডল। ইনজুরি কাটিয়ে দলে শামীম হোসেন পাটোয়ারী। তবে ইনজুরি কাটিয়ে ফিরতে পারেননি তাওহীদ হৃদয়। ছুটি নেওয়া মোস্তাফিজুর রহমানও নেই এই সিরিজে। পারভেজ ইমন ও আফিফ হোসেনকে তাই টি-টোয়েন্টি দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ আগামী ১৬ ডিসেম্বর টি- টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে। পরের ম্যাচ দুটি ১৮ ও ২০ই ডিসেম্বর।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল।