অনলাইন
পরিবহন শ্রমিকদের অবস্থান, যানজটে স্থবির ঢাকা
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১১ পূর্বাহ্ন
ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি তালুকদার মো. মনিরকে আটকের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে যানজটে স্থবির হয়ে পড়েছে ঢাকার বিভিন্ন এলাকা। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে অন্তত হাজারখানেক শ্রমিক তেজগাঁও শিল্পাঞ্চল থানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিকদের দাবি, মনিরকে মুক্তি না দিলে শিল্পাঞ্চল থানা ঘেরাও করবেন তারা। কিন্তু শ্রমিকদের এই অবরোধের কারণে ওই সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারছেনা। তাই এসব যানবাহন বিকল্প রোড ব্যবহার করছে। ফলে আশেপাশের সকল সড়কে যানবাহনের চাপ পড়ছে। দেখা দিয়েছে যানজটের। ট্রাফিক পুলিশ যানবাহনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন। বিশেষ করে কর্মস্থল থেকে বাসায় ফেরা যাত্রীরা বিপাকে পড়েছেন। বাংলামোটর, কাওরানবাজার,ফার্মগেট, বিজয়স্মরনিসহ বিভিন্ন এলাকার রাস্তায় যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে। এসব এলাকার যানবাহনের চাপ ঢাকার অন্য এলাকার সড়কেও পড়েছে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার রফিকুল ইসলাম মানবজমিনকে বলেন, শিল্পাঞ্চল এলাকায় পরিবহন শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে কিছু শ্রমিকরা রাস্তা অবরোধ করেছে। এতেকরে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। শ্রমিকরা ওই এলাকার লাভ রোড পর্যন্ত বন্ধ করে দিয়েছে। তাই এই রোড দিয়ে চলাচলকারী যানবাহন নড়াচড়া করতে পারছেনা। অনেকেই বাইপাস সড়ক ব্যবহার করছেন। সবমিলিয়ে বাংলামোটর, কাওরানবাজার ফার্মগেট, বিজয়স্মরনি সড়কে যানজট দেখা দিয়েছে। আমরা চেষ্টা করছি দ্রুত এই সমস্যা সমাধানের জন্য।