ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:২১ পূর্বাহ্ন

mzamin

এবার দেশ ত্যাগে নিষেধাজ্ঞার কবলে পড়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। দেশে সামরিক আইন জারি করার ব্যর্থ প্রচেষ্টার পর তার বিরুদ্ধে এই আদেশ জারি করেছে দেশটির অপরাধ তদন্ত বিষয়ক কার্যালয়। সোমবার বিচার বিভাগের এক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে পদত্যাগের আহ্বান জোরালো হওয়ায় উদ্ভূত পরিস্থিতির মধ্যে এই আদেশ জারি করা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

এতে বলা হয়, দেশে সামরিক আইন জারি করার ঘোষণার জন্য ক্ষমা চেয়েছেন ইউন। অন্যদিকে নিজের রাজনৈতিক এবং আইনগত বিষয় ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির (পিপিপি) কাছে হস্তান্তরের ঘোষণা দিলেও পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে অপরাধ তদন্ত বিভাগ। এই তদন্তের জেরে তার বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। 

সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আইনত দেশটির কমান্ডার ইন চিফ পদে রয়েছেন ইউন। তবে প্রেসিডেন্টের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের মধ্যে মতবিরোধের কারণে তার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্ষমতাসীন পিপিপি বলছে পুরো বিষয়টি তদন্ত করতে একটি টাস্কফোর্স গঠন করবে তারা। প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন উচ্চ পদস্থ রাষ্ট্রীয় কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্তকারী কার্যালয়ের প্রধান ওহ ডং-উন। প্রেসিডেন্টের বিরুদ্ধে কার্যকরী কী ব্যবস্থা নেয়া হয়েছে সংসদে এ বিষয়ে জানতে চাওয়ার পর এ কথা জানিয়েছেন ওই কর্মকর্তা। ইতিমধ্যে নিষেধাজ্ঞার এই আদেশটি কার্যকর করা হয়েছে বলেও জানিয়েছেন বিচার বিভাগের কর্মকর্তা বে সাং আপ।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status