দেশ বিদেশ
সাবেক প্রতিমন্ত্রী পলক সচিব শাহ কামাল রিমান্ডে
স্টাফ রিপোর্টার
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবারবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চাঁনখাঁরপুলে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী মনির মিয়া হত্যা মামলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের তিনদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই রিমান্ডের আদেশ দেন। এদিন সকাল ৭টার পর আসামিদের কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। সকাল ৯টার দিকে তাদের আদালতের এজলাস কক্ষে তোলা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অপরদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে সকাল সাড়ে ১০টার মধ্যে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।
নতুন মামলায় গ্রেপ্তার মেনন-কামরুল সহ ৬ জন: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম সহ ৬ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন- সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও গান বাংলা টিভি’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস।
গতকাল তাদের কারাগার থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর পৃথক থানার করা ৫ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা যায়, রাজধানীর কামরাঙ্গীরচর থানার পৃথক দুই হত্যাচেষ্টার মামলায় এডভোকেট কামরুল ইসলাম, মতিঝিল থানায় রাশেদ খান মেনন, চকবাজার থানায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও মশিউর রহমান এবং উত্তরা পশ্চিম থানার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুজ্জামান কিরণকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র মালিকানা দখলের অভিযোগে গুলশান থানায় করা মামলায় ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান।