ঢাকা, ২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ রজব ১৪৪৬ হিঃ

অনলাইন

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক ভূস্বর্গ’

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৭:৪৩ অপরাহ্ন

mzamin

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক ভূস্বর্গ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেন, আবহমান কাল থেকে বাংলাদেশে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে এদেশের আপামর জনতা। যেখানে নেই কোনো হিন্দু-মুসলিম দ্বন্দ্ব, নেই কোনো জাতি-ধর্মের বিদ্বেষ। সামাজিক সহাবস্থান এতই মধুর যে, সবাই এখানে এক পরবিারের মতো আছি। আমাদের ঈদে তারা আসে, তাদের পুজো-পার্বণে আমরা যাই। এক আড্ডা থেকে আজানের ধ্বনি শুনে মুসলিম যাচ্ছে মসজিদে, প্রার্থনার সময় হয়ে গেছে বলে খিষ্টান যাচ্ছে গির্জায়, হিন্দু যাচ্ছে মন্দিরে পুজো দিতে আর বৌদ্ধগণ যাচ্ছে তাদের প্রার্থনাগৃহ প্যাগোডায়। সাম্প্রদায়িক সম্প্রীতির এমন নিদর্শন দুনিয়ার ইতিহাসে বিরল। সোমবার  ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে স্কলার্স  ফোরাম বাংলাদেশ আয়োজিত ‘সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের বাংলাদেশ’- শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই মিলে দেশ স্বাধীন করেছি। এদেশের মালিক আমরা সবাই। কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে সহ্য করতে পারছে না একটি স্বার্থান্বেষী মহল। তারা বারবার চেয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে। কিন্তু এদেশের সচেতন মানুষ বারবার তাদের হীন প্রচেষ্টাকে ভেস্তে দিয়েছে। তবে  সমূলে ঊৎপাটন করা সম্ভব হয়নি। গত ৫ই আগস্ট ছাত্র ও গণহত্যাকারী হাসিনা সরকারের পতনের পর উনি যখন দেশ ছেড়ে পলায়ন করেন তখন তার চেলা-চামুণ্ডারা এদেশে বসে সংখ্যালঘু কার্ড খেলার নীলনকশা আঁকতে থাকে এবং দেশকে অস্থিতিশীল করে ছাত্র-জনতার এক মহাবিপ্লবকে নস্যাৎ করার উদ্দেশ্যে তথাকথিত ‘প্রতিবিপ্লবের’ নামে নৈরাজ্য সৃষ্টি করতে থাকে। ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা হিন্দুদের মন্দিরগুলোকে টার্গেট করে। কিন্তু ছাত্র-জনতা তাদের এই ষড়যন্ত্রকেও রুখে দিয়েছে। এখন তারা ভারতকে ব্যবহার করছে। ভারতের গণমাধ্যম এখন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচারে নেমেছে। 
সাংবাদিকদের এ নেতা বলেন, আমাদেরকে তারা যখন পেটান, আমাদের সন্তানদের হত্যা করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হয়। আর মার খেলে হয়ে যান সংখ্যালঘু; এটাতো মেনে নেয়া যায় না। তিনি বলেন, ভারত সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, অথচ তারা বাবরি মসজিদ গুঁড়িয়ে দিয়ে রাম মন্দির বানায়। মানবতার কথা বলে, অথচ ফেলানীদের হত্যা করে কাঁটা তারে লাশ ঝুলিয়ে রাখে।
কাদের গনি চৌধুরী বলেন, দেশের শান্তি বিনষ্ট করতে পতিত স্বৈরাচার দেশের বাইরে বসে অব্যাহত ষড়যন্ত্র করে যাচ্ছে, এখন তাদের টার্গেট সাম্প্রদায়িক সম্পর্ক নষ্ট করা। তিনি বলেন, যুগ যুগ ধরে দেশের মধ্যে যে সম্প্রীতির সেতুবন্ধন তা যেন কোনো ষড়যন্ত্রই ফাটল ধরাতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। ভারতই হাসিনাকে মহা স্বৈরাচারী বানানোর মূল কারিগর।

কাদের গনি বলেন, ভারতের দাসত্ব করার জন্য দেশ স্বাধীন হয়নি, দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে আগ্রাসী ভারতকেও রুখে দিতে পারবে লড়াকু বাঙালি। তিনি আরও বলেন, ভারতই বিশ্বের মধ্যে সবচেয়ে সাম্প্রদায়িক দেশ, তারা নিজেদের দেশে সংখ্যালঘুদের অত্যাচার-নিপীড়ন করে। তাদের কোনো অধিকার নেই আমাদের দেশের মধ্যে অস্থিরতা তৈরি করা।

ড. আবুল ফাতাহ মোহাম্মদ মুহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ড. একেএম মাহবুবুর রহমান, হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, থোয়াই চিং মং শাক, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের থিওফিল রোজারিও, সাংবাদিক বাছির জামাল, শায়খ সৈয়দ গোলাম কিবরিয়া আজহারী প্রমুখ।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

অনলাইন সর্বাধিক পঠিত

১০

সহযোগীদের খবর/ হাসিনাকে রেখেই এগোবে ভারত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status