অনলাইন
ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব
ইতিবাচক সম্পর্কের প্রত্যয়, সংখ্যালঘু ইস্যুতে উদ্বেগ পুনর্ব্যক্ত
কূটনৈতিক রিপোর্টার
(১ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৯ অপরাহ্ন
![mzamin](uploads/news/main/139216_333333333333333335.jpg)
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ছবি: সংগৃহীত
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে গঠনমূলকভাবে ও ইতিবাচকভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় তার দেশ। এজন্য দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।’
সোমবার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এদিন সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন। ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে এটি তার প্রথম বাংলাদেশ সফর।
বিক্রম মিশ্রি বলেন, ‘আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা, গঠনমূলক আলোচনা হয়েছে। আমি জোর দিয়ে বলেছি যে, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায়। আমরা সবসময়, অতীতেও দেখেছি এবং আমরা ভবিষ্যতে এই সম্পর্কটিকে একটি জনকেন্দ্রিক ও জনমুখী সম্পর্ক হিসেবে দেখতে থাকবো। যেই সম্পর্কের কেন্দ্রে থাকবে সকল মানুষের কল্যাণ।’
ভারতের পররাষ্ট্রসচিব বলেন, ‘পরস্পরের জন্য সহায়ক এই সহযোগিতা আমাদের উভয় দেশের জনগণের স্বার্থে কেন অব্যাহত থাকবে না এটা ভাবার কারণ নেই। আমি আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য ভারতের আগ্রহের কথা তুলে ধরেছি। একই সময়ে, আমরা কিছু সাম্প্রতিক পরিস্থিতি এবং সমস্যা নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। আমি সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের সাথে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলোকে জানিয়েছি। আমরা সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক সম্পত্তির ওপর হামলার কিছু দুঃখজনক ঘটনা নিয়েও আলোচনা করেছি।’
পাঠকের মতামত
ওদের পররাষ্ট্র সচিব এখনো সংখ্যালঘু কার্ড খেলে যায়, আর আমাদের গুলো চুপ করে বসেই থাকে । আজ পর্যন্ত ভারতের মুসলিম নির্যাতনের কথা বললোই না!!!!!!দুঃখ দুঃখ দুঃখ দুঃখ দুঃখ
তোমরা মুসলিমদের উপর যে অত্যাচার করছো তা সবাই জানে আর আমাদের উপদেশ দাও সংখ্যালঘুদের উপর হামলা চালানো হচ্ছে। তোমাদের ভন্ডামি আর কত করবা
ভারতকে বিশ্বাস করা যাবে না। এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো। অতীত অভিজ্ঞতা থেকে বাস্তবতার আলোকে দেশের স্বার্থ বজায় রেখে অতি সাবধানে এদের হ্যান্ডেল করতে হবে।
ভারতে মুসলিমদের উপরে অনেক নিপীড়ন নির্যাতন চালানো হয় যার প্রতিবাদ বাংলাদেশ থেকে আজও করা হয়নি এটা খুবই দুঃখজনক।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র উপদেষ্টা কি ভারতের সংখ্যালঘুদের ব্যাপারে কোন কথা বলেছে?! তা তাদেরকে জাতির সামনে বলতে হবে।
যতটুকু তার প্রাপ্য এর বেশি দেওয়া নেওয়ার সম্পর্ক চাই না.
ওদের সাথে কোনও সম্পর্ক রাখার দরকার নাই। সংখ্যা লগুর বাহানা দিয়ে ফায়দা লুটতে চায়
মন্তব্য করুন
অনলাইন থেকে আরও পড়ুন
![Hamdard](advert/static/advert-img/cc.webp)