ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

গোলান মালভূমির বাফার জোনে অস্থায়ী নিয়ন্ত্রণ নিয়েছে ইসরাইল

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৩:২০ অপরাহ্ন

mzamin

অস্থায়ীভাবে গোলান মালভূমির বাফার জোন নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৯৭৪ সালে সিরিয়ার সঙ্গে ইসরাইলের যে সমঝোতা চুক্তি হয়েছিল, তাতে সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতির পতন হয়েছে বলে ঘোষণা দেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) গোলান মালভূমিতে নিজেদের অধিকৃত অংশ থেকে বাফার জোন এবং এর আশপাশের এলাকায় প্রবেশের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, শত্রু বাহিনীকে নিজেদের সীমান্তে প্রতিষ্ঠিত হতে দেবে না ইসরাইল। এদিকে শনিবার যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ বিষয়ক একটি পর্যবেক্ষক দল জানিয়েছে, কুনেইত্রা প্রদেশ থেকে সরে এসেছে সিরিয়ার সৈন্যরা। এই প্রদেশের একটি অংশ ওই বাফার জোনের অংশ। রোববার পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জোনের মধ্যে অবস্থিত পাঁচটি গ্রামের সিরীয় বাসিন্দাদের বাড়িতে অবস্থান করার কথা জানিয়েছে আইডিএফ। সিরিয়ার রাজধানী দামেস্কের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি পাথুরে মালভূমি গোলান। ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধ শেষে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির দখল নেয় ইসরাইল। পরে একতরফাভাবে ওই অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে তেল আবিব। যদিও আন্তর্জাতিকভাবে অন্য কোনো দেশ স্বীকৃতি দেয়নি। শুধুমাত্র ২০১৯ সালে একতরফাভাবে ইসরাইলকে সমর্থন করেছিল যুক্তরাষ্ট্র। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনকে মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক দিন বলেও উল্লেখ করেন নেতানিয়াহু। তিনি বলেন, দামেস্কে স্বৈরশাসক আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে বড় ধরনের সুযোগ তৈরি হয়েছে ঠিকই, তবে এতে বিপদও আছে। ইসরাইলি প্রধানমন্ত্রীর দাবি, ইরানে এবং লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলি হামলার বদৌলতে সিরিয়ায় এমন ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ আসাদের মিত্র হিসেবে পরিচিত। যেসব সিরীয় নাগরিক ইসরাইলের সঙ্গে শান্তিতে থাকতে চান, তাদের প্রতি ইসরাইল সৌহার্দ্যের হাত বাড়িয়ে দেবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status