ভারত
মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি হিন্দুত্ববাদীদের
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার, ১:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৭ অপরাহ্ন
সংখ্যালঘু ‘নির্যাতনের' প্রতিবাদে এবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করতে চলেছে হিন্দুত্ববাদীরা। ১০ ডিসেম্বর মঙ্গলবার মানবাধিকার দিবসে এই ঘেরাও কর্মসুচির ঘোষণা দিয়েছে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমর্থিত সিভিল সোসাইটি অব দিল্লি নামের একটি সংগঠন। এই হাইকমিশন ঘেরাও কর্মসূচিতে প্রায় শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধির অংশ নেবার সম্ভাবনা রয়েছে। বিক্ষোভকারীদের পক্ষ থেকে সংখ্যালঘু নির্যাতন বন্ধ এবং তাদের নিরাপত্তার দাবি জানিয়ে হাইকমিশনের প্রতিনিধির কাছে স্মারকলিপি দেয়া হবে। হাইকমিশনের পাশাপাশি জাতিসংঘের মানবাধিকার কমিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছেও একই দাবি জানিয়ে স্মারকলিপি দেয়া হবে।
কর্মসূচির আয়োজকরা জানিয়েছেন, দিল্লির সব বাজার কমিটি, আবাসিক এলাকার বাসিন্দাদের সংগঠন, চিকিৎসক, আইনজীবী, ছাত্রসংগঠন ও দুর্গাপূজা, ছটপূজা, রামলীলার আয়োজক এবং শিখ ধর্মস্থান গুরুদ্বার পরিচালন কমিটির সদস্যদের ওই অভিযানে অংশ নিতে অনুরোধ করা হয়েছে। এই কর্মসুচি মোকাবিলায় বাংলাদেশ হাইকমিশনের চারপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীদের কোনওভাবেই হাইকশিশনের কাছে ঘেষতে দেওয়া হবে না। তবে বিক্ষোভকারীদের প্রতিনিধিদের স্মারকলিপি দেবার জন্য হাইকমিশনে প্রবেশের অনুমতি দেয়া হতে পারে। ইতিমধ্যেই ভারতে বাংলাদেশের ডেপুটি ও সহকারী হাইকমিশন গুলিতেও একাধিকবার বিক্ষোভ জানিয়েছেন হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন।
ভারতের পররাষ্ট্রসচিব একদিনের জন্য আজই বাংলাদেশে গিয়েছেন পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও উদ্ভুত পরিস্থিতি নিয়ে সার্বিক আলোচনার জন্য। ঠিক তার পরদিনই দিল্লিতে এই ঘেরাও কর্মসূচি। এদিকে রবিবারই ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির তিনটি সংগঠন বিক্ষোভ মিছিল করার পাশাপাশি হাইকমিশনে স্মারকলিপি জমা দিয়েছে।
ভারত একটি উগ্র রাষ্ট্র। মিথ্যা তাদের রাজনীতির প্রধান এবং একমাত্র এজেন্ডা।