বিশ্বজমিন
রাশিয়া-ইউক্রেন উত্তেজনা নিরসনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ট্রাম্পের
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার, ১২:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ পূর্বাহ্ন
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে উত্তেজনা নিরসনে অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ক্রেমলিনকে তাদের শর্তাবলি তালিকাভুক্ত করার তাগিদ দিয়েছেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, রোববার প্যারিসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো জেলেনস্কির সঙ্গে সামনাসামনি বৈঠক করেছেন ট্রাম্প। আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সংঘাতের ইতি টানার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তবে এখনও এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, রাশিয়া এবং ইউক্রেন উত্তেজনা নিরসনে সংঘাতের ইতি টানার কথা জানিয়েছেন জেলেনস্কি। কিয়েভ এ পর্যন্ত প্রায় ৪ লাখ সেনা হারিয়েছে বলেও নিজ পোস্টে উল্লেখ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, এই সংঘাত নিরসনে অতিসত্বর যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু হওয়া প্রয়োজন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি জেলেনস্কিকে খুব ভালো করে চিনি। এখনই তার জন্য মোক্ষম সময়। এ ক্ষেত্রে চীন সহযোগিতা করতে পারে। কেননা বিশ্ব এই যুদ্ধাবসানের জন্য অপেক্ষা করছে।
এর আগে নটর-ডেম ক্যাথেড্রাল পুনরায় চালু হওয়ার পর শনিবার প্যারিসে জেলেনস্কির সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছিলেন ট্রাম্প। সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনও উপস্থিত ছিলেন। ওই বৈঠকে জেলেনস্কির সঙ্গে হাসিমুখে করমর্দন করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। তবে সেখানে দুই নেতার মধ্যে কি কথা হয়েছে তা স্পষ্ট নয়। ফ্রান্স এবং ইউক্রেনের দ্বিপক্ষীয় আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও আশা করা হচ্ছে।
রোববার ট্রুথ সোশ্যালে দেয়া ট্রাম্পের পোস্টে রিয়্যাক্ট দিয়েছেন জেলেনস্কি। নিজের এক্স পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, শান্তি শুধুমাত্র এক টুকরো কাগজ নয়, তবে এ বিষয়ে নিশ্চয়তা প্রয়োজন। তিনি আরও বলেন, আমরা যখন রাশিয়ার সঙ্গে কার্যকর শান্তির কথা বলি, তখন আমাদের অবশ্যই শান্তির পক্ষে স্থায়ীভাবে নিশ্চয়তা দিতে হবে। ইউক্রেনীয়রা সবচেয়ে বেশি শান্তিকামী বলে এক্সের পোস্টে উল্লেখ করেছেন জেলেনস্কি।