বিবিধ
বিএনএসবি'র নির্বাহী কমিটির সদস্য হলেন খন্দকার শোয়াইব মাহবুব
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২৪, সোমবার, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:৩৮ অপরাহ্ন
![mzamin](uploads/news/main/139189_najm.webp)
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির (বিএনএসবি) জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন খন্দকার শোয়াইব মাহবুব। শনিবার বিকালে মিরপুরস্থ বিএনএসবি'র প্রধান কার্যালয়ে নির্বাহী কমিটির এক জরুরী সভায় তাকে সদস্য হিসবে মনোনীত করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ সামাদ।
২০২২ সালের ১০শে সেপ্টেম্বর সাধারণ সম্পাদক অধ্যাপক খালেদা খানমের মৃত্যুর পর ১৭ই সেপ্টেম্বর জাতীয় নির্বাহী পরিষদের সভায় গঠনতন্ত্রের ধারা ২০ অনুযায়ী যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন খন্দকারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। তবে গত ৭ই ডিসেম্বর এক সভায় খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল ও সমিতির কার্যক্রমে অহযোগিতার অভিযোগ এনে তাকে অব্যহতি দেয়া হয়। পরে গঠনতন্ত্রের ২০ ধারা অনুযায়ী সভায় সর্বসম্মতক্রমে সমিতির সদস্য এম মাসুদ রানাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়।
গত ৩রা ডিসেম্বর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক দায়ের করা প্রতিষ্ঠানটির ২৯ জন ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা মামলার খরচ সমিতি বহন করবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া। সভায় সমিতির চেয়ারম্যান প্রফেসর আবদুস সামাদ, ভাইস চেয়ারম্যান তৈমুর আলম খন্দকার, জয়নাল আবেদিন, কোষাধ্যক্ষ আবদুল বাসেত আকন, নির্বাহী কমিটির সদস্য এ.কে.এম আজিজুর রহমান, মতিউর রহমান লাল্টু, মোয়াজ্জেম হোসেন বাবুল, আবু হেনা মো. মাসফিকুল হক, দৃষ্টিপ্রতিবন্ধি নুরুল আলম সিদ্দীকসহ অনেকেই উপস্থিত ছিলেন।