ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রজব ১৪৪৬ হিঃ

খেলা

ব্যাটারদের জন্য মিরাজের যে বার্তা

স্পোর্টস রিপোর্টার
৯ ডিসেম্বর ২০২৪, সোমবারmzamin

দীর্ঘদিন ধরেই ব্যাটিং নিয়ে ভুগতে হচ্ছে বাংলাদেশ দলকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জয়ের দেখা পেলেও ব্যাটিংয়ে যে আহামরি উন্নতি চোখে পড়েছে তা নয়। মূলত পেসারদের দাপট আর তাইজুল ইসলামের ঘূর্ণিতে এসেছে সে সাফল্য। তাই ওয়ানডে সিরিজেও বাংলাদেশ দলের অন্যতম চিন্তার নাম থাকছে ব্যাটিং। যে কারণে ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাটারদের জন্য দিয়েছেন পরিষ্কার বার্তা। তিনি বলেছেন, ‘এক-দুইজন ভালো খেললে ম্যাচ জেতা যাবে না। জিততে হলে সবাইকে ভালো করতে হবে। সিনিয়রদের দায়িত্ব নিতে হবে। ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে। ব্যাটারদের স্টেপ আপ করতে হবে। ক্রিকেট খেলাটাই অল অ্যাবাউট রান। আপনি রান যখন করবেন, বোলারদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমাদের দলের মধ্যে এটাই পরিকল্পনা করছি, ব্যাটাররা কীভাবে রান করতে পারি; বড় ইনিংস খেলতে পারি।’ 
জাতীয় দলের নেতৃত্বের দৌড়ে অনেকদিন ধরেই শোনা যাচ্ছে মেহেদী হাসান মিরাজের নাম। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে নাজমুল হোসেন শান্তর চোট তাকে নিয়ে আসে সামনের সারিতে। টেস্ট অধিনায়ক হিসেবে পথচলার প্রথম সিরিজেই দেখা পেয়েছেন জয়ের। এবার মিরাজকে নেতৃত্ব দিতে হচ্ছে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতেও। ভারপ্রাপ্ত হলেও অধিনায়কত্বের দায়িত্ব বেশ উপভোগ করছেন মিরাজ। রোববার সকালে বিসিবি’র পাঠানো ভিডিও বার্তায় তিনি কথা বলেছেন অধিনায়ক হিসেবে তার দায়িত্ব নিয়েও। তিনি বলেন, ‘পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ আর দলের প্রতিটা খেলোয়াড়ের ভালো খেলা গুরুত্বপূর্ণ। অধিনায়ক হিসেবে আমার চাওয়া থাকবে সমর্থন করা, বুস্টআপ করা এবং খেলোয়াড়দের কীভাবে পারফর্ম করানো যায় সেভাবে সতীর্থদের সঙ্গে কথা বলা। আর নিজেও দিনশেষে পারফর্ম করা। সবমিলিয়ে আমার যে জিনিসটা থাকবে চেষ্টা করবো সবাইকে ইতিবাচকভাবে চিন্তা করানোর জন্য কীভাবে ভালো খেলা যায়।’ 
অন্যদিকে দলের সিনিয়র ক্রিকেটাররা একে একে বিদায় নিচ্ছেন। সাকিব আল হাসান, তামিম ইকবালদের ওয়ানডে খেলার কথা শোনা গেলেও শেষপর্যন্ত তারাও দলে নেই। ইনজুরিতে ছিটকে গেছেন মুশফিকুর রহীম। মাহমুদউল্লাহ রিয়াদও জাতীয় দলকে বিদায় বলবেন যেকোনো সময়। সিনিয়র থেকে বিদায় ও দলের ইনজুরির কারণে অধিনায়ককে পড়তে হচ্ছে বড় চ্যালেঞ্জে। তবে এই সময়টাকে দলের বাকিদের জন্য বড় সুযোগ হিসেবেই দেখেন মিরাজ। তিনি বলেছেন, ‘আমি যেটা ফিল করি অবশ্যই আমাদের দলের ভেতর এটা চ্যালেঞ্জিং। কারণ অনেক খেলোয়াড় নেই, অনেক খেলোয়াড় ইনজুরিতে আছে। আরেকটা জিনিস যারা খেলোয়াড় আছে তাদের জন্য সুযোগ, আশা করি যারা সুযোগ পাবে তারা যেন স্মরণীয় করে রাখতে পারে।’ শুধু তাই নয় যারা ফর্মে ছিলেন তাদের জন্যও দারুণ সুযোগ বলে মনে করেন মিরাজ। বিশেষ করে সৌম্য সরকার নিয়ে তার আশাবাদী ভিন্ন। তিনি বলেন, ‘যেহেতু সৌম্য ভালো খেলেছে, এটা আমাদের জন্য একটা বিরাট এডভান্টেজ থাকবে। আমাদের দলে আরও যারা তরুণ খেলোয়াড়রা আছে তাদের জন্য অনেক সুযোগ থাকবে পারফর্ম করার। এখন অনেক কিন্তু কম্পিটিশন। যারা এখন ইনজুরিতে আছে বা বাইরে আছে এই জায়গাগুলোতে ওরা ভালো খেলতে পারলে দিনশেষে আমাদের দলের ও ওদের ক্যারিয়ারের জন্য ভালো হবে।’ 
এ ছাড়াও টানা ৫ টেস্ট হারের পর ক্যারিবীয়দের বিপক্ষে জয়কে ভিন্ন ভাবেই দেখছেন মিরাজ। সবমিলিয়ে অধিনায়কের কাজ করছে দারুণ ভালো লাগা। নিজের এই অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘প্রথম ম্যাচ যখন হেরেছি, অবশ্যই খুব খারাপ লেগেছে। আমরা বুঝতে পেরেছিলাম ল্যাকিংসগুলো কোথায়। ব্যাটাররা রান করতে পারিনি, আগে আমি বলেছি ব্যাটারদের গুরুত্বটা কতো। যখন দ্বিতীয় টেস্ট খেললাম, কন্ডিশন ও বোলার সম্পর্কে জানলাম। আমরা ওভাবে পরিকল্পনা করলাম। সত্যি কথা বলতে আমাদের বোলাররা অনেক ভালো বোলিং করেছে, কাজটা সহজ করে দিয়েছে যেহেতু প্রথম দিকে আমরা রান করতে পারিনি। দ্বিতীয় ইনিংসে একটা জিনিস ইতিবাচক ছিল, দলের ভেতর পরিষ্কার বার্তা ছিল যে আমরা কীভাবে ব্যাটিং করবো। আমরা সবাই সিদ্ধান্ত ওভাবেই নিয়েছি যে আমরা রানের জন্য ক্রিকেট খেলবো এবং আক্রমণাত্মক মানসিকতা নিয়ে ক্রিকেট খেলবো। আপনারা সবাই দেখেছেন আমরা কীভাবে ক্রিকেট খেলেছি দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status