ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রজব ১৪৪৬ হিঃ

খেলা

ভারতকে হারিয়ে অধিনায়ক বললেন

বাংলাদেশের সব মানুষকে ধন্যবাদ

স্পোর্টস ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৪, সোমবারmzamin

অধিনায়ক আজিজুল হাকিম তামিম টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। পাঁচ ম্যাচে এক সেঞ্চুরি আর দুই হাফ সেঞ্চুরিতে তার সংগ্রহ ২৪০ রান । ওপেনার কালাম সিদ্দিকীও ব্যাট হাতে ছন্দে ছিলেন। ১৬২ রান করেছেন এই ওপেনার। রান পেয়েছেন আরেক ওপেনার জাওয়াদ আবরারও। পাঁচ ম্যাচে ১২০ রান করেছেন জাওয়াদ। কিন্তু ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গতকালের ফাইনালে সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনজনের কেউ। জাওয়াদ ৩৫ বলে ২০ রান করেন, কালাম ১৬ বল খেলে আউট হন ১ রানে আর অধিনায়ক আজিজুল হাকিম তামিম একটি করে চার ও ছয়ে করেন ২৮ বলে ১৬ রান। তবে মিডল অর্ডারের কল্যাণে ১৯৮ রানের মামুলি এক সংগ্রহ পায় বাংলাদেশ। তবে এই রান করেও জয়ের কথা ভেবেছিলেন বাংলাদেশ অধিনায়ক। শিরোপা জয়ের পর পুরস্কার মঞ্চে তিনি বলেন, ‘আত্মবিশ্বাস ছিল বাংলাদেশ জিতবে। বোলারদের ওপর বিশ্বাস ছিল।  মাঠে তারা আমার আস্থার প্রতিদান দিয়েছে।’ ভারতের ব্যাটারদের বিপক্ষে পরিকল্পনা আসলে কী ছিল বাংলাদেশের অধিনায়কের এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, ‘ভারতের ব্যাটাররা অফসাইডে একটু লড়াই করছিল। বিশেষ করে চতুর্থ বা পঞ্চম স্টাম্প বরাবর বলে। পরিকল্পনা ছিল, অফসাইডে বোলিং করে তাদের ঝামেলায় ফেলা।’ আনন্দের এই দিনে দেশের মানুষের উদ্দেশে, বিশেষ করে দুবাইয়ে মাঠে গিয়ে যারা দলকে সমর্থন করেছেন; তাদের উদ্দেশে কী বলবেন এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের সব সমর্থক এবং বাংলাদেশের সব মানুষকে ধন্যবাদ।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status