বিনোদন
কাঁদলেন ডন
স্টাফ রিপোর্টার
৯ ডিসেম্বর ২০২৪, সোমবারবাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন তিনি। একই সিনেমার মধ্যদিয়ে ক্যারিয়ার শুরু করেন খল অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক, যিনি ডন নামেই পরিচিত। সম্প্রতি সালমান শাহ’র সঙ্গে বন্ধুত্বের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। ডন কান্নাজড়িত কণ্ঠে বলেন, সালমান আমার হৃদয়ের একটা অংশ, তাকে হারিয়ে কতোটা কষ্ট পেয়েছি- সেটা আমিই বুঝি। তিনি বলেন, আমাদের একই সঙ্গে পথ চলা শুরু। এরপর থেকে আমরা বিভিন্ন সিনেমায় নায়ক-খলনায়কের জুটি হিসেবে কাজ করেছি। সালমান চলে যাওয়ার পর সিনেমার সংখ্যা অনেকটাই কমে গেছে ডনের। বর্তমানে খুব কম সিনেমাতেই তাকে দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সিনেমাগুলোয় স্বজনপ্রীতির সংখ্যাটা বেশি। তাই অনেকেই কাজ পায় না। তবে আমি মনে করি যাকে যে জায়গায় লাগবে, তাকে সে জায়গায় নেয়া উচিত। শাকিবের সঙ্গেও সিনেমায় খুব একটা দেখা যায় না। এর কারণ
জানতে চাইলে তিনি বলেন, তিন বছর আগে ‘প্রিয়তমা’ সিনেমায় কাজ করেছি শাকিবের সঙ্গে। তাছাড়া আমার কাছে তার সিনেমার প্রস্তাব আসলে কাজ করবো। অফার না আসলে তো আমি বলতে পারি না আমাকে নেন। এখানে শাকিবেরও কোনো হাত নেই। পরিচালক যাকে ঠিক মনে করে তাকেই কাজে নেন।