বিনোদন
কড়া জবাব ইমনের
বিনোদন ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৪, সোমবারসম্প্রতি একটি কনসার্টে যোগ দেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী। সেখানে বাংলা গান নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন তিনি। বাংলা গান না গেয়ে হিন্দি গানের অনুরোধ করা হয় তাকে। সেখানেই কড়া জবাব দেন এ গায়িকা। শ্রোতাদের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় তিনি বলেন, বাংলায় থাকতে হলে বাংলা গান শুনতে হবে। জোরের সঙ্গে বলছি- আমি বাংলা গান শুনবো না, এটা অন্য কোনো জায়গায় বললে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বের করে দিতো। বাংলায় থাকছো। বাংলায় রোজগার করছো। বাংলা গান শুনবে না বলছো? তিনি আরও বলেন, এই রাজ্যের নাম বাংলা। পাঞ্জাবি গান শোনো, মারাঠি গান শোনো, ইংরেজি গান শোনো বাড়িতে। কিন্তু তোমার সাহস হলো কী করে, আমায় বাংলা গান গাইতে না বলতে? সাহস কে দিলো? এই ভণ্ডামিগুলো করো না। সাহস থাকলে স্টেজে এসো। এর আগেও একবার এক শোয়ে ইমনকে একই অনুরোধ করা হয়। তখন গায়িকা বলেছিলেন, বাংলা গান যদি না শোনো, তাহলে চলে যাও। সেদিনের কথা প্রসঙ্গে পরে এ গায়িকা বলেন, আমি ঠিক করি একটা রবীন্দ্র সংগীত শোনাবো। আমার এখনো মনে আছে মঞ্চের ঠিক ডান দিকে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলে বলেছিল, রবীন্দ্র সংগীত শুনবো না। বাংলায় থেকে আমি যদি রবীন্দ্রনাথের গান শোনাতেই না পারলাম, একটা মঞ্চে উঠে তাহলে আমি কেন গান গাই? এদিকে ইতিমধ্যেই ভারতে জাতীয় পুরস্কার জিতেছেন ইমন চক্রবর্তী। এবার অস্কারের দৌড়ে শামিল হয়েছে তার গান।
তুমি সত্যি খাঁটি বাঙলী ,তোমার সাহসী কথা বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ