বিনোদন
হানি সিংয়ের জীবন নিয়ে তথ্যচিত্র
বিনোদন ডেস্ক
৯ ডিসেম্বর ২০২৪, সোমবারএবার মিউজিক ইন্ডাস্ট্রির মুখ বদলে দেয়া গায়ক-র্যাপার হানি সিংকে নিয়ে তথ্যচিত্রের ঘোষণা করলো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফরম নেটফ্লিক্স। তথ্যচিত্রের নাম রাখা হয়েছে ‘ইয়ো ইয়ো হানি সিং ফেমাস’। প্রযোজনা করবেন অস্কারজয়ী ‘শিক্ষা এন্টারটেইনমেন্ট’। মোজেজ সিংয়ের পরিচালনায় এই ছবি গায়কের জীবনের চড়াই-উতরাইয়ের গল্প বলবে। পেশাগত জীবনের উত্থান, কামব্যাক করতে গিয়ে নানা চ্যালেঞ্জ, সব কথাই বলবে এ সিনেমা।