ঢাকা, ২৩ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২২ রজব ১৪৪৬ হিঃ

শেষের পাতা

নাসিরনগরের যুবদল নেতা তৌহিদুল ঢাকায় হত্যা মামলার আসামি

জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া থেকে
৮ ডিসেম্বর ২০২৪, রবিবারmzamin

১৯৮৯ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ভলাকুট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হন মো. তৌহিদুল ইসলাম। উচ্চ মাধ্যমিক পাস করার পর সভাপতি হন ওই ইউনিয়ন ছাত্রদলের। বর্তমানে ভলাকুট ইউনিয়ন যুবদলের সভাপতি এবং নাসিরনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য ত্যাগ তিতীক্ষার কমতি নেই। আওয়ামী লীগের সময় মামলাও খেয়েছেন। এই তৌহিদুলকেই ঢাকার আদাবরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আলী মিয়া নামে এক ব্যাক্তিকে গুলি করে হত্যার অভিযোগে দেয়া মামলার আসামি করা হয়েছে। সেখানে তার পরিচয় তুলে ধরা হয়েছে কৃষকলীগ নেতা হিসেবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কয়েকজন মন্ত্রীর সঙ্গে তৌহিদুলকে আসামি করা হয়েছে।  
ঢাকার আদাবর শেখেরটেকের ৫ নম্বর বাড়ির বাসিন্দা মো. তোহা খান (৩৯) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ২০শে নভেম্বর মামলাটি করেন। সিআর মামলা নম্বর-১৩৩২/২৪(আদাবর), স্মারক নম্বর ৩১২৫, তারিখ: ২০/১১/২৪ইং মুলে গত ৩০শে নভেম্বর আদাবর থানায় এটি এফআইআর হয়।

মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ২ নম্বর আসামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ৩ নম্বর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ৪ নম্বর আসামি সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ৫ নম্বর আসামি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক এমপি ফরহাদ হোসেন সংগ্রামকে। মামলায় ১২৭ জনকে এজাহারনামীয় এবং ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এর মধ্যে ৩৯ নম্বর আসামি নাসিরনগরের ভলাকুট গ্রামের চৌকিদার পাড়ার হুরুন আলীর ছেলে মো. তৌহিদুল ইসলাম। এজাহারে দলীয় পরিচয়ে কৃষকলীগ নেতা উল্লেখ করা হয়েছে তাকে। মামলার এজাহারে গত ১৯শে জুলাই আদাবর থানাধীন হাউসিং গেইটের সামনের পাকা রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলা এবং গুলি চালালে শেখেরটেকের আলী মিয়া (৪৬) নিহত হন বলে অভিযোগ করা হয়। তার পিতার নাম জাবেদ আলী। 

মামলাটিতে তৌহিদুল ছাড়াও নাসিরনগরের চাতলপাড়ের আরও বেশ কয়েকজনকে এবং সরাইল ও নবীনগরের আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। 
মামলায় আসামি হওয়া যুবদল নেতা মো. তৌহিদুল ইসলাম বলেন, যেখানে এ ঘটনা সেখানে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঢাকায় গেলেও আমার জীবনে আদাবর যাইনি। ঘটনার তারিখে আমি ভলাকুট গ্রামেই ছিলাম। আমার প্রতিপক্ষের লোকজন প্রতিহিংসাবশত এটি করেছে বলে ধারণা করছি। আওয়ামী লীগ কি জিনিস আমি জীবনে করিনি। ৮৯ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় নিজ ইউনিয়নে ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়েছি। ইন্টারমিডিয়েট পাস করার পর হয়েছি সভাপতি। চাতলপাড়ের একজনের মাধ্যমে মামলার কপিটি পেয়ে মামলা হওয়ার কথা জানতে পারেন।

ভলাকুট ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী বরকত উল্লাহ বলেন, ষড়যন্ত্র করে এসব মিথ্যা মামলায় ঢোকানো হচ্ছে। আওয়ামী লীগের সময়ও তৌহিদুলের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এখনো দেয়া হচ্ছে। তার প্রশ্ন তাহলে আমরা বিএনপি করে আর কি করব। 
নাসিরনগর উপজেলা বিএনপি সভাপতি আবদুল হান্নান বলেন, এটা খুব দুঃখজনক। সে আমার সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল। কোনো অদৃশ্য শক্তি এ কাজ করেছে। আমরা তাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্যে দল থেকে প্রত্যয়ন দেব। জেলা এবং কেন্দ্রকে বিষয়টি অবহিত করব। যারা ন্যক্কারজনক এ কাজে জড়িত তাদেরও বিচার দাবি করছি। মামলার বাদী মো. তোহা খানের নম্বরে ফোন করে পাওয়া যায়নি। নম্বরটি ফরোয়ার্ড করে রাখা হয়েছে। 

ঢাকার আদাবর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, মামলাটি কোর্ট থেকে এসেছে। আদালত আমাকে মামলা নিতে বলেছে। মামলায় বিএনপি ও জামায়াতের অনেককে এবং নিরীহ মানুষকে আসামি করা হয়েছে। বিষয়টি আমি জানি। ব্রাহ্মণবাড়িয়ার একজন অ্যাডভোকেট মামলাটি করিয়েছেন বলে আমি জানতে পেরেছি। বাদী হয়তো ঘটনা জানেও না। মামলার আইও’র সঙ্গে বাদীর কথা হয়েছে। তবে সে কথা বলতে চায় না। আসামিদের সম্পৃক্ততার বিষয়টি আমরা যাচাই-বাছাই করে দেখছি। মামলার সঠিক তদন্তই হবে।  

পাঠকের মতামত

মামলার বাদীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক।

আশম
৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১১:০০ পূর্বাহ্ন

মামলার বাদী কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক।

Alam
৮ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১০:৫৯ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

Bangladesh Army

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status