ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রজব ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

পতিত স্বৈরাচার মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে

স্টাফ রিপোর্টার
২ ডিসেম্বর ২০২৪, সোমবারmzamin

 পতিত স্বৈরাচার মুক্তিযুদ্ধের সকল চেতনাকে ভূলুণ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। গতকাল রাজধানীর শেরেবাংলাস্থ চন্দ্রিমা উদ্যানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রের টুঁটি চেপে ধরেছে মন্তব্য করে জাহিদ হোসেন বলেন, মানবাধিকারের কথা বলে মানবাধিকারের চরমতম লঙ্ঘন করেছে গত সাড়ে ১৫ বছরে। মানুষ গুম হয়েছে, আয়না ঘরে থেকেছে, পাখির মতো বিনা বিচারে মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। লাখ লাখ মানুষকে গায়েবি মামলা দিয়ে হয়রানি করেছে। তিনি বলেন, আজকে মনে রাখতে হবে স্বাধীনতার ৫৪ বছর বাংলাদেশে আইনের শাসন বলেন, আর সত্যিকার অর্থে মানবাধিকার বলেন- প্রতিটি জিনিসই যে কারণে মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন, তা মুক্তিযোদ্ধারা অনেকে দেখে যেতে পারেননি। বিগত সাড়ে ১৫ বছরে পতিত এবং পলায়নকৃত স্বৈরাচার মুক্তিযুদ্ধের সকল চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। ১৫ বছরে কয়েক লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে এই চোরের দল। যারা গণতন্ত্র, উন্নয়নের বুলি আউড়েছে, বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানাবে বলে গল্প শুনিয়েছেন, তারা এখন কোন অবস্থায়? বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন, উনি আর টাকা ছাপাবেন না। দেশের অর্থনীতি ফোকলা করে দিয়েছে মহা-চোরের দল। কাজেই মনে রাখতে হবে তারা দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, সেটিই শুধু না দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা থেকে শুরু করে আইন-আদালত সব ধ্বংস করে দিয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম, হাবিব-উন-নবী খান সোহেল, শামা ওবায়েদ, ইশরাক হোসেন প্রমুখ।  

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status