ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সিলেটে তারেক রহমান দুই মামলায় খালাস

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২ ডিসেম্বর ২০২৪, সোমবার

সিলেটে দায়ের করা দুটি মামলায় খালাস পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে থাকা দুটি মামলা বিচারক খালাস করে দেন। মামলা দুটি রায় ঘোষণার পর বিএনপি নেতারা জানিয়েছেন- এই রায়ে প্রমাণ করে পূর্বে সরকার বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করে ফরমায়েশি রায় ঘোষণা করেছিল। এখন স্বাধীনভাবে রায় ঘোষণা করায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আইনজীবীরা জানিয়েছেন- ২০১৪ সালের ২২ ও ১৬ই ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছিল। এর একটি করেছিলেন সিলেট জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম রায়হান আহমদ চৌধুরী এবং অপরটি করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শামীম মোল্লা। তাদের অভিযোগ প্রাপ্তি হলে আদালতের বিচারক আনোয়ারুল হক মামলা দুটি গ্রহণ করে সরকারের অনুমোদনক্রমে তদন্ত প্রতিবেদন দাখিল করতে সিলেটের শাহপরাণ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলা দু’টিতে অভিযোগ করা হয়- ওই বছরের ১৫ই ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপি’র আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিরোধিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেন। এ দুটি মামলা থেকে গতকাল সিলেটের ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ছগির মিয়া বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস প্রদান করেন। রায় ঘোষণার পর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী জানিয়েছেন- সিলেটে যে দুটি মামলা দায়ের করা হয়েছিল দুটি মামলাই ছিল ভিত্তিহীন। আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠা হওয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুটি মামলা থেকে খালাস পেয়েছেন। দুটি মামলা আদালত খারিজ করে দেন। রায়ের পর তিনি সন্তোষ প্রকাশ করেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status