খেলা
শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
২ ডিসেম্বর ২০২৪, সোমবারশেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ২৫ রান। শ্রীলঙ্কার দুই ব্যাটার চাপ সামলে খেললেন দারুণ। কিন্তু মুলতানে দিনটা ছিল বাংলাদেশের। শেষের ওভারে এলো ১৮ রান। তবে শেষ বলের আগেই বাংলাদেশের দৃষ্টিহীন ক্রিকেটাররা বুঝেছিলেন ইতিহাস গড়তে চলেছেন তারা। শেষ পর্যন্ত ৬ রানের জয়ে ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রাখে বাংলাদেশ।
আগের তিন আসরের শিরোপাজয়ী দল ভারত এবারের বিশ্বকাপে নেই। পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি ব্লাইন্ড বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিয়েছিল সবমিলিয়ে চার দেশ। মুলতানে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রটির বিপক্ষে লীগ পর্বেও জয় এসেছিল বাংলাদেশের। সেটাই ধরে রাখল সেমিফাইনালের বিগ স্টেজে। স্নায়ুচাপের প্রবল লড়াই শেষে জয় আসে ৬ রানের ব্যবধানে। এতে প্রথমবারের মতো দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে সালমান এবং আরিফ যোগ করেন ১৭৭ রান। মোহাম্মদ সালমান সেঞ্চুরি পাননি দুর্ভাগ্যবশত। আউটের আগে ৪৯ বলে করেন ৯৭ রান। সালমানের আউটের পর অন্য ওপেনার আরিফ রানের চাকা সচল রাখেন। ৫৬ বলে করেন ৮১ রান। ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৪৪ রান। বল হাতে বাংলাদেশের বোলাররা শুরুটা ভালো করে । শুরুর ৫ ওভারের মাঝেই তুলে নেয় ৩ উইকেট। এরপর ম্যাচে জমে যায় শ্রীলঙ্কা। চন্দনা দেশপ্রিয়র ব্যাট থেকে আসে ৫৪ বলে ৮৬ রানের ইনিংস। কিন্তু আগেপরে কেউই তাকে সঙ্গ দিতে পারেননি। শেষ পর্যন্ত জয়ের হাসি ছিল বাংলাদেশের মুখে। আগামী ৩রা ডিসেম্বর ফাইনালে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। দিনের অন্য সেমিফাইনালে ৩ বারের বিশ্বচ্যাম্পিয়নরা ১০ উইকেটের সহজ জয় পায় নেপালের বিপক্ষে।