ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রজব ১৪৪৬ হিঃ

অনলাইন

স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৮:০৪ অপরাহ্ন

mzamin

স্বীকৃতিপ্রাপ্ত ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবি জানিয়েছে নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ। রোববার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সংবাদ সম্মেলনে এমপিওভুক্তির দাবি জানানো হয়।

পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. নাজমুছ সাহাদাৎ আজাদীর সভাপতিত্বে ও মহাসচিব অধ্যক্ষ মো. মনিমুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাসদের সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব মো. জাকির হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক ফকির নাসির উদ্দিন, নোয়াখালী জেলার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রচার সম্পাদক ফরিদ উদ্দীন নূরী, পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ সাজ্জাদ আহমেদ, অধ্যক্ষ আব্দুস সালাম প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, পতিত আওয়ামী সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ২০২১ সালে বলেছিলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া। প্রতি বছর এমপিওভুক্তির জন্য আবেদন নেয়া হবে। কিন্তু দুঃখের বিষয় গত ৪ বছরে কোন আবেদন নেয়া হয়নি। বরং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশেষ বিবেচনায় অনৈতিক ভাবে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়। আবেদন না নেয়ায় বহু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। কারণ দীর্ঘ ২০-২৫ বছর ধরে বিনা বেতনে কেউ চাকরি করতে পারে না।

তারা আরও বলেন, ৫ই আগস্ট ঐতিহাসিক ছাত্র-জনতার বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশের সর্বস্তরে বৈষম্য নিরসনে কাজ করছে। আমরা নন-এমপিও শিক্ষক কর্মচারীরা দেশের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে আমরা এ সরকারের সকল কার্যক্রমকে সমর্থন জানিয়ে এসেছি। তারা সরকারের নিকট মানবিক বিবেচনায় স্বীকৃতিপ্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আহ্বান জানান।

পাঠকের মতামত

এটি একটি চরম বৈষম্য, মানবিক দিক বিবেচনা করে দ্রুত এমপিও দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি।

pial sarker
২ ডিসেম্বর ২০২৪, সোমবার, ১১:০৭ পূর্বাহ্ন

নন এমপিও শিক্ষকদের কষ্ট বোঝার ক্ষমতা কি এ জাতির আছে? পেটে ক্ষুধা নিয়ে কি শিক্ষা দেয়া সম্ভব? সবাই কিসবকিছু বুঝে? এমন মানবেতর জীবন থেকে আল্লাহ আমাদের মুক্তি দাও

Tariqul Islam
২ ডিসেম্বর ২০২৪, সোমবার, ৮:৫৪ পূর্বাহ্ন

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি নির্বাচিত সরকারের কাজ।

মিজানুর রহমান চৌধুরী
১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১১:০৭ অপরাহ্ন

সকল স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযুগে এমপিও ভুক্ত চাই

Samiur Rhaman
১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৯:২৬ অপরাহ্ন

বহুল প্রচারিত, অত্যন্ত জনপ্রিয়, পাঠক সমাদৃত দৈনিক মানব জমিন প্রতিকার কর্ণধার এবং সংশ্লিষ্ট সকল অফিসার মহোদয় গণ, ভাই-বন্ধু, শুভাকাঙ্খী দের প্রতি রইলো- শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ও মোবারকবাদ। বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, তাতে সত্যের উপর টিকে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা অত্যন্ত দুরূহ, কঠিন/ কণ্টকাকীর্ণ পথ হেঁটে যাওয়ার মতো !! সে কাজটিই করে যাচ্ছে- প্রিয় মানব জমিন পরিবার। আপনাদের উত্তরোত্তর সফলতা কামনায়- ফরিদ উদ্দীন নূরী সুপার চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসা। কোম্পানীগঞ্জ, নোয়াখালী। সভাপতি ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক- "নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ" বাংলাদেশ।

ফরিদ উদ্দীন নূরী
১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৯:০০ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

১০

সহযোগীদের খবর/ হাসিনাকে রেখেই এগোবে ভারত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status