অনলাইন
'ডনাল্ড ট্রাম্প এখন নিরাপদ নয়', সতর্ক করলেন পুতিন
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৬ পূর্বাহ্ন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত ডনাল্ড ট্রাম্পকে একজন অভিজ্ঞ এবং বুদ্ধিমান রাজনীতিবিদ হিসেবে প্রশংসা করেছেন। সেইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন যে, ট্রাম্প এখনো নিরাপদ নন। জুলাই মাসে পেনসিলভেনিয়ায় ডনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। সেপ্টেম্বরে একটি পৃথক ঘটনায়, ফ্লোরিডার গল্ফ কোর্সে এক ব্যক্তি রাইফেল নিয়ে ডনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেন। এক শীর্ষ বৈঠকের পর কাজাখস্তানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিন বলেন, মার্কিন নির্বাচনী প্রচারণা দেখে তিনি হতবাক হয়ে গেছেন। পুতিনের মতে, “ট্রাম্পকে রুখতে বর্বরের মতো পদক্ষেপ করা হয়েছে। এমনকী একাধিকবার তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত হয়েছে। আমার মতে, ট্রাম্প এখন মোটেই নিরাপদ নন। দুর্ভাগ্যক্রমে, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিভিন্ন ঘটনা ঘটেছে। আমি মনে করি তিনি (ট্রাম্প) বুদ্ধিমান এবং আমি আশা করি তিনি সতর্ক থাকবেন'।
পুতিন যিনি নিজে ব্যাপকভাবে সুরক্ষিত, বলেছেন যে মার্কিন নির্বাচনী প্রচারণার সময় রাজনৈতিক বিরোধীদের দ্বারা ট্রাম্পের পরিবার এবং সন্তানদের কীভাবে সমালোচনা করা হয়েছিল তাতে তিনি আরও বেশি হতবাক হয়েছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিজে সবসময় কঠোর নিরাপত্তার মধ্যে থাকেন। যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের পরিবারের সদস্য ও সন্তানদের নিয়ে রাজনৈতিক বিরোধীদের সমালোচনা দেখে পুতিন আরও বেশি বিস্মিত হয়েছেন বলেও জানিয়েছেন। তিনি এমন আচরণকে ‘বিদ্রোহীমূলক’ আখ্যা দেন এবং বলেন, রাশিয়ায় ‘দস্যুরাও’ এ ধরনের পদ্ধতি অবলম্বন করে না। ইউক্রেন যুদ্ধ নিয়ে বাইডেন প্রশাসনের পদক্ষেপের সমালোচনা করে পুতিন বলেন, পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দিয়ে যুদ্ধের তীব্রতা বাড়ানোরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুবছরেরও বেশি সময় ধরে চলতে থাকা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে পুতিন বলেন, যুদ্ধ থামাতে ট্রাম্প হয়তো কোনও উপায় বের করবেন। যুদ্ধ বন্ধ করতে আমেরিকার সঙ্গে বৈঠক করতেও রাজি পুতিন।
সূত্র : এনডিটিভি