ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বিশ্বজমিন

সিরিয়ায় বিদ্রোহীদের প্রবল প্রতিরোধের মুখে আলেপ্পো থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ১ ডিসেম্বর ২০২৪, রবিবার, ১২:৪০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন

mzamin

সিরিয়ার আলেপ্পো শহরে বিদ্রোহীদের প্রবল প্রতিরোধের মুখে সেখান থেকে সাময়িকভাবে সরকারি বাহিনী প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তবে তাদের লক্ষ্য করে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। ইতিমধ্যেই আলেপ্পোর বৃহত্তর অংশ দখলে নিয়েছে বিদ্রোহীরা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, সিরিয়ার বিদ্রোহী এবং সেনাবাহিনীর মধ্যকার সাম্প্রতিক লড়াই গৃহযুদ্ধের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচ্য হচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার পর্যবেক্ষক সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, গত সপ্তাহের বুধবার থেকে শুরু হওয়া সংঘাতে ২০ বেসামরিকসহ কমপক্ষে তিন শতাধিক লোক নিহত হয়েছেন। শনিবার এক বক্তৃতায় ব্রিদ্রোহী এবং তাদের মদতদাতাদের তৎপরতার বিরুদ্ধে (সিরিয়ার) স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট আসাদ। তিনি বলেন, ‘সন্ত্রাসী হামলা’ যতই তীব্র হোক মিত্রদের সহায়তায় তা পরাজিত এবং নির্মূল করতে সক্ষমতা হারায়নি সিরিয়া। দেশটিতে বিদ্রোহী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর গৃহযুদ্ধ শুরু হয়েছে ২০১১ সালে। গত এক যুগের বেশি সময়ে এই গৃহযুদ্ধে দেশটির অর্ধ মিলিয়ন মানুষ নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ২০২০ সালে বিদ্রোহীদের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি করে আসাদ সরকার। এরপর থেকে দেশটিতে সংঘাত কিছুটা কমে আসে। তবে সম্প্রতি বিদ্রোহীদের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিব এবং এর আশপাশের প্রদেশের বেশির ভাগ অঞ্চল দখলে নেয়ায় উত্তেজনা পুনরায় তীব্র হয়ে উঠেছে। আলেপ্পো শহরের মাত্র ৫৫ কিলোমিটার অদূরে অবস্থিত ইদলিব। ২০১৬ সালে সরকারি বাহিনীর হাতে পতন হওয়ার আগ পর্যন্ত বিদ্রোহীদের একটি শক্তিশালী ঘাঁটি ছিল ইদলিব। যেটি সম্প্রতি পুনর্দখলে নিয়েছে বিদ্রোহীরা।
 

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status