অনলাইন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে প্যারিসে আত্মগোপন করে আছেন পুতিনকন্যা
মানবজমিন ডিজিটাল
(১ সপ্তাহ আগে) ৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৪:০২ অপরাহ্ন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 'গোপন' কন্যা বলে মনে করা ২১ বছর বয়সী এলিজাভেটা ক্রিভোনোগিখ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্যারিসে আত্মগোপন করে আছেন বলে জানা গেছে। ইউক্রেনীয় টিভির তদন্ত অনুসারে, এলিজাভেটা নিজেকে পুতিনের প্রয়াত সহযোগী ওলেগ রুদনভের আত্মীয় হিসাবে পরিচয় দিচ্ছেন বলে জানা গেছে। এলিজাভেটা ক্রিভোনোগিখ, যিনি এখন লুইজা রোজোভা নামে পরিচিত ২বছর আগে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার ঠিক আগে উধাও হয়ে গিয়েছিলেন। যদিও তিনি রাশিয়ায় সোশ্যাল মিডিয়াতে সক্রিয় ছিলেন। তার মা, স্বেতলানা ক্রিভোনোগিখ একজন সফল ব্যবসায়ী হওয়ার আগে পুতিনের দীর্ঘ সময়ের সঙ্গী ছিলেন বলে টিএসএন দাবি করেছে। আজ ৪৯ বছর বয়সী ওই নারী বিরাট উদ্যোগপতি। বিখ্যাত আন্তর্জাতিক ব্যাংকের অংশীদার হওয়ার পাশাপাশি সেন্ট পিটার্সবার্গের এক জনপ্রিয় স্ট্রিপ ক্লাবের মালকিনও স্বেতলানা। কিন্তু নিভৃতেই দিনযাপন করেন মা-মেয়ে। লুইজার সম্পর্কের যে তথ্য উঠে এসেছে তাতে দেখা গিয়েছে, পারিবারিক নাম ‘ভ্লাদিমিরোভনা’ গোপন রেখেছেন তিনি। একসময় প্যারিস স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড আর্টসের ছাত্রী ছিলেন লুইজা। এলিজাভেটা ওলেগোভনা রুডনোভা হিসাবে তালিকাভুক্ত একটি পাসপোর্ট রয়েছে তাঁর। যেখানে জন্মতারিখ ৩ মার্চ, ২০০৩ হিসাবে উল্লেখ করা হয়েছে। পড়াশোনার পর রাশিয়াতেই ডিজে হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন পুতিনের মেয়ে। ২০২১ সাল পর্যন্ত লুইজা সোশাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ ছিলেন। নিয়মিত ছবি, ভিডিও পোস্ট করতেন। কিন্তু ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরই নিজের ফেসবুক অ্যাকাউন্ট মুছে ফেলেন লুইজা। শোনা যায় পুতিন যুদ্ধের আগে মেয়ের জনসাধারণের মাঝে উপস্থিতি সীমিত করতে হস্তক্ষেপ করেছিলেন। ২০২১ সালে লুভয় শেষবার দেখা গিয়েছিলো লুইজাকে। লুইজা এবং তার মা মোনাকোতে একটি বিলাসবহুল ৩.১ মিলিয়ন পাউন্ডের বাড়িতে থাকেন বলে বিশ্বাস করা হয়। এদিকে, ভ্লাদিমির পুতিন এবং প্রাক্তন অলিম্পিক জিমন্যাস্ট আলিনা কাবায়েভার দুই গোপন পুত্র, ইভান এবং ভ্লাদিমির জুনিয়র জনসাধারণের দৃষ্টি থেকে দূরে বসবাস করছেন। দ্য ডসিয়ার সেন্টার, একটি রাশিয়ান অনুসন্ধানী সাংবাদিকতা ওয়েবসাইট, দাবি করেছিল যে ছেলেরা তাদের বেশিরভাগ সময় পুতিনের লেক ভালদাইয়ের কাছে সুরক্ষিত এস্টেটে বাস করে। তাদের সাথে আয়া, শিক্ষকের পাশাপাশি রয়েছে ক্রেমলিনের বিশ্বস্ত প্রহরীরা।
সূত্র : হিন্দুস্থান টাইমস