ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

প্রথম পাতা

কলকাতায় বাংলাদেশের পতাকা অবমাননার নিন্দায় ঢাকা

মানবজমিন ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪, শনিবার

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের দেয়াল ঘেঁষে বঙ্গীয় হিন্দু জাগরণ নামীয় সংগঠনের বিক্ষোভ, বাংলাদেশের পতাকা পোড়ানো এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা। সেই সঙ্গে কলকাতা উপ-হাইকমিশনসহ ভারতে থাকা বাংলাদেশের সব মিশনের সুরক্ষা এবং নিযুক্ত কূটনীতিক, তাদের পরিবার এবং নন ডিপ্লোমেট স্টাফ মেম্বারদের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। কলকাতার বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ মিশনের সীমানার কাছে চলে যায়। এতে মিশন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও পুলিশি তৎপরতায় পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় প্রচারিত বিবৃতিতে কলকাতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের বাইরে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের সংগঠন কর্তৃক সহিংস বিক্ষোভটি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে বাংলাদেশ। বিক্ষোভকারীদের একটি বৃহৎ অংশ সমাবেশে বেশ সহিংস তৎপরতা দেখিয়েছে। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে কলকাতাস্থ বাংলাদেশ মিশনের সীমানায় পৌঁছে যায়। এ সময় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেয়াসহ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে। উদ্ভূত এই পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে মনে হলেও হাইকমিশনের সকল সদস্যের মধ্যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে। বিবৃতিতে বলা হয়, জাতীয় পতাকা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোয় তীব্র নিন্দা জানায় বাংলাদেশ সরকার। ভবিষ্যতে এমন নিন্দনীয় কাজ যেন না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বাংলাদেশ যেকোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানায় উল্লেখ করে বলা হয়, কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং ভারতের অন্যান্য অঞ্চলের সকল কূটনৈতিক মিশনের সদস্য এবং স্টাফ মেম্বারদের নিরাপত্তা ভারত সরকারকেই নিশ্চিত করতে হবে।

পাঠকের মতামত

ভারত যে বাংলাদেশের শত্রু তা আরও একবার প্রমাণ হলো।

Md. Human Kabir
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ১০:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশের কোনো কোনো পএিকাকে বাংলাদেশের বিরুদ্ধে এবং ভারতীয় পএিকার আদলে / ভারতীয় বিনোদন পএিকার আদলে চালানো হচ্ছে? তারা এখনো সৈরাচার এর সহযোগী হয়ে কাজ করেই যাচ্ছে।

no name
৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ৯:২১ পূর্বাহ্ন

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status