ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

আজই সিরিজ জয় নিশ্চিত করতে চায় টাইগ্রেসরা

স্পোর্টস রিপোর্টার
৩০ নভেম্বর ২০২৪, শনিবারmzamin

আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটা বাংলাদেশ শুধু জেতেনি, দাপট দেখিয়েছে সবখানে। ব্যাটিংয়ে সর্বোচ্চ রানের রেকর্ড, সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডও হয়েছে এই ম্যাচে। যদিও এই ম্যাচের সেরা খেলোয়াড় শারমিন আক্তার সুপ্তার খেলা নিয়ে শঙ্কা ছিল।  তবে  আশার খবর সুপ্তার আজ খেলার সম্ভাবনাই বেশি। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগ্রেসরা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়। আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত করবে নিগার সুলতানা জ্যোতির দল। মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচ দিয়ে ১৬ মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটে ব্যাটার শারমিন আক্তার সুপ্তার। ৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে খেলেন ৯৬ রানের দুর্দান্ত ইনিংস। ম্যাচসেরা হওয়া এই ডানহাতি ব্যাটারের ইনিংসেই গতি পায় দলীয় সংগ্রহে। শেষ পর্যন্ত ২৫২ রান করে বাংলাদেশ, ওয়ানডেতে যেটা তাদের সর্বোচ্চ সংগ্রহ। ব্যাট হাতে দারুণ ইনিংস খেলা সুপ্তা পরে চোট পান ফিল্ডিংয়ে। যাতে দ্বিতীয় ম্যাচে তার খেলা নিয়ে তৈরী হয় শঙ্কা। যে কারণে বিকল্প হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় দিলারা আক্তারকে। তবে গতকাল নারী দলের নির্বাচক সাজ্জাদুল আলম শিপন দৈনিক মানবজমিনকে জানান, ‘এখন পর্যন্ত (গতকাল) আমরা জানি সে (সুপ্তা) আগামীকাল (আজ) খেলবে। এখন শেষ মুহূর্তে যদি কোনো সমস্যা বোধ না করে তাহলে খেলার কথা।’
দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামার আগে গতকাল সুপ্তাকে প্রশংসায় ভাসান ব্যাটিং কোচ নাসির উদ্দিন ফারুক। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় সুপ্তা অনেক পরিশ্রমী। ওর অনুশীলনের প্যাটার্ন আগে থেকেই ভালো ছিল। সালাউদ্দিন ভাইয়ের কাছে সবসময় নার্সিংয়ে ছিল। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা সবচেয়ে ভালো লেগেছে ওর যে খেলার প্যাটার্ন, প্রসেস সেটাকে ব্যাক করেছে নিজের খেলাটাকে। সেটার জন্য মানসিকভাবে অনেক ভালো অবস্থায় ছিল।’ মেয়েদের ক্রিকেটে অন্যতম সমস্যা হচ্ছে অতিরিক্ত বেশি বল ডট দেওয়া। এতে দলীয় সংগ্রহ বেশিরভাগ সময় যথেষ্ট হয়ে ওঠে না। তবে প্রথম ম্যাচে সুপ্তার ইনিংস বাকিদের সামনে উদাহরণ সৃষ্টি করেছে। ৮৯ বলে ৯৬ রান করেন সুপ্তা। স্ট্রাইক রেট  ১০৭.৮৬। অথচ এর আগে সুপ্তার ওয়ানডে স্ট্রাইক রেট ছিল ৪৬.৭১। একশ স্ট্রাইক রেটের ইনিংস তার গোটা ক্যারিয়ারে ছিল না। অভিষেকে যে ফিফটি করেছিলেন, রান ছিল ৮৮ বলে ৫২। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষেই ৫২ করেছিলেন ৮৬ বলে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৪ করেছিলেন ১২৭ বলে। প্রথম ম্যাচের আগে তার ওয়ানডে ব্যাটিং গড় ছিল ১৬.৫১। সেই সুপ্তা প্রথম ম্যাচে ফিফটি করেছেন ৪১ বলে, বাংলাদেশের যা দ্রুততম। 
সুপ্তার এই পরিবর্তন নিয়ে ফারুক বলেন, ‘সেটা আমি প্রথমে বলেছি 
মানসিকতা। ব্যাটিংয়ের প্যাটার্ন ও ওয়ার্ক এথিক সবসময় ভালো ছিল। খুব পরিশ্রমী। মেয়েদের ক্রিকেটে এ ধরনের ইনিংস খুব একটা দেখা যায় না। একটা জিনিস ভালো লাগছে, আগে আপনারা সবসময় বলতেন আমরা একজনের ওপর নির্ভর; তবে এখন মনে হচ্ছে সবাই সক্ষম রান করার জন্য।’
ডট বল খেলার সমস্যা আগে থেকে অনেক কমেছে বলে দাবি ফারুকের। সুপ্তার ফিরে আসাতেও দারুণ উচ্ছ্বসিত তিনি। ফারুক বলেন, ‘দলের ব্যাটিং নিয়ে আগের যেসব অভিযোগ ছিল, সেগুলো এখন অনেকটাই কেটে গেছে। শারমিন আকতার সুপ্তার ফেরা দলে নতুন মাত্রা যোগ করেছে। এক বছরের আগের সুপ্তা আর এখনকার সুপ্তার মধ্যে মানসিকতার দিক থেকে অনেক বড় পরিবর্তন এসেছে। সুপ্তার দারুণ ব্যাটিং আমাদের ব্যাটিং লাইনআপকে আরও গভীর করেছে। আমরা এই ধারাবাহিকতা ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’ অবশ্য ফারুক এও মনে করিয়ে দেন, সবসময় মারকাটারি ব্যাটিং নয়, ঠান্ডা মাথার ব্যাটিংও প্রয়োজন। তিনি বলেন, ‘মেয়েদের ক্রিকেটে ডট বল হওয়াটা স্বাভাবিক। তবে যাঁরা ভাবছেন, মেয়েদের ক্রিকেটে এসে শেবাগ বা ওয়ার্নারের মতো মারকাটারি ব্যাটিং হবে, সেটা ঠিক নয়। মাঝে মাঝে আমাদের দলে পূজারার মতো ধৈর্য্যশীল ক্রিকেটারও প্রয়োজন।’

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status