দেশ বিদেশ
ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৩০ নভেম্বর ২০২৪, শনিবারইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর ও জেলার উদ্যোগে সিলেট নগরীতে শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, ন্যায়ের পক্ষে কথা বলায় আদালত প্রাঙ্গণে দিনেদুপুরে আইনজীবীকে হত্যা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, এখনো আসামিদের নাম জনসম্মুখে প্রকাশ করা হয় নাই। আমরা প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। আইনজীবীদের নামাজের জন্য বানানো মসজিদও নাকি গুঁড়িয়ে দেয়া হয়েছে। আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, কিন্তু যেখানেই উগ্রবাদ বা সন্ত্রাসবাদ, সেখানেই আমাদের প্রতিবাদ। ছাত্রদের আন্দোলনের ফসল হিসেবে যে সরকার মসনদে আছেন, তাদেরকে দেশের মানুষের পালস বুঝতে হবে। সন্ত্রাসী ইসকনের কার্যক্রম এদেশে নিষিদ্ধ করতে হবে এবং আইনজীবীর হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদের সভাপতিত্বে এবং সিলেট পশ্চিম জেলা সভাপতি শেখ রেদওয়ান হোসেন ও সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমানের যৌথ সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মাওলানা আব্দুর রকিব, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুফতি বেলাল আহমদ, আনজুমানে আল ইসলাহ’র প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মোহাম্মদ কুতবুল আলম, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী প্রমুখ। আরও উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনজুরুল করিম মহসিন, সহ-সাধারণ সম্পাদক এসএম মনোয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. জাহেদুর রহমান, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমাদ উদ্দীন তালুকদার, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কুতুব আল ফরহাদ, কেন্দ্রীয় সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছাদেকুর রহমান, আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সংগঠনের কেন্দ্রীয় সদস্য এম. শামস উদ্দিন, রেজাউল করিম, সাবেক কেন্দ্রীয় সদস্য মাওলানা এনাম উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসাইন।
ছাত্র জমিয়তের বিক্ষোভ: ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর, দক্ষিণ ও মহানগরের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। শুক্রবার বাদ জুমা সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আরম্ভ হওয়া এই মিছিল কয়েকটি পয়েন্ট প্রদক্ষিণ করে কোর্টপয়েন্ট মসজিদের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের সভাপতি জাকির হুসাইন ও জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান-এর যৌথ পরিচালনায় মহানগরের সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য পেশ করেন ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সভাপতি কাওছার আহমদ। বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই-আগস্ট ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানকে নস্যাৎ করতে তৎকালীন পেটুয়াবাহিনীর মাধ্যমে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে এর বিচার করতে হবে এবং জঙ্গি সংগঠন ইসকনকে রাষ্ট্রায়ীভাবে নিষিদ্ধ করত তাদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। এ ছাড়াও আদালত প্রাঙ্গণে আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতকরণ এবং মসজিদ হামলাকারীদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান, জমিয়ত উলামায়ে ইসলাম সিলেট দক্ষিণের ছাত্রবিষয়ক সম্পাদক হাসান বিন ফাহিম, ছাত্র জমিয়ত সিলেট মহানগরের সাবেক সভাপতি লুৎফুর রহমান, যুব জমিয়ত নেতা আব্দুল করিম দিলদার, মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আহাদ।