ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বিনোদন

তাক লাগালেন মিমি

বিনোদন ডেস্ক
৩০ নভেম্বর ২০২৪, শনিবারmzamin

অভিনয়ে ম্যাজিক অনেক দিন ধরেই দেখিয়ে আসছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার শীতের শুরুতেই অন্যরকম ম্যাজিক দেখালেন তিনি। তার নিজস্ব বাগানে শীতকালের মৌসুমি ফল কমলালেবু চাষ করে অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। এর আগে তার বাগানে জামরুল, ফ্ল্যাটের ব্যালকনিতে বিভিন্ন শাক ফলিয়ে চমকে দিয়েছিলেন মিমি চক্রবর্তী। এবার সেই তালিকায় জুড়লো কমলালেবু। আর গাছ ভর্তি ফল দেখে অভিনেত্রী একেবারে আহ্লাদে আটখানা! নিজেই সেই কমলালেবুর গাছ দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মিমির শেয়ার করা ভিডিওতেই দেখা গেল, পুকুরপাড়ের গাছে ঝাঁকে-ঝাঁকে কমলালেবু হয়েছে। কোনোটা পাকা, আবার কোনোটায় পাক ধরেনি! আকারে ছোট হলেও এই মৌসুমে কমলালেবু ফলানো মুখের কথা নয়। শুধু তাই নয়, মিষ্টি কুলের গাছও নিজে হাতেই রোপণ করেছেন বলে জানালেন তিনি। যদিও তাতে এখনো ফল ধরেনি। তবে অভিনেত্রী বেশ আশাবাদী সেই গাছ নিয়েও। মিমি বরাবরই পরিবেশপ্রেমী ব্যস্ত শিডিউলের অবসরে নিজের দুই পোষা প্রাণী আর ব্যালকনির বাগান নিয়ে ব্যস্ত থাকেন। সেখানে রকমারি ফুল-ফলের চাষ করেন ছোট্ট পরিসরে। যত্নও করেন সেরকম।  আর তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তার এ ধরনের ম্যাজিক তাক লাগায় তার ভক্তদের। এর আগে কোভিডকালে আবাসনে তারই হাতে রোপণ করা জামরুল গাছ থেকে ফল পাড়ার ভিডিও শেয়ার করেছেন। আবার কখনো বা নিজের জলপাইগুড়ির বাড়ির বাগান থেকে কুল পাড়ার ভিডিও শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

 

বিনোদন থেকে আরও পড়ুন

   

বিনোদন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status