বিনোদন
আমির-কিরণকে ওয়াসফিয়ার শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার
৩০ নভেম্বর ২০২৪, শনিবার৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) জন্য আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমাকে মনোনয়ন দিয়েছে ভারত। এজন্য তাদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পর্বতারোহী, লেখিকা, সমাজকর্মী ওয়াসফিয়া নাজরীন। ইন্সটাগ্রামে আমিরের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে তিনি সিনেমাটির প্রশংসা করেন এবং আরও নারীদের গল্প তুলে ধরার আহ্বান জানান।