বিনোদন
বিয়ে করেছেন চিত্রনায়িকা কেয়া
স্টাফ রিপোর্টার
(১ মাস আগে) ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন
![mzamin](uploads/news/main/137860_uns.webp)
বিয়ে করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। দুই পরিবারের উপস্থিতিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। পাত্রের নাম মোস্তাক কিবরিয়া, পেশায় ব্যবসায়ী। নতুন জীবনের জন্য দোয়া চেয়ে কেয়া বলেন, হঠাৎ করেই পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। মা ও বোন অসুস্থ যে কারণে ঘরোয়া আয়োজনে বিয়েটা করতে হয়েছে। পরবর্তীতে বড় আয়োজনে অনুষ্ঠানের ইচ্ছে আছে।
মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমাতে আমিন খানের সঙ্গে প্রথম যখন অভিনয় করেন তার বয়স ছিল মাত্র ১৪। এরপর টানা ডজন দুয়েক সিনেমাতে অভিনয় করেন। চলচ্চিত্রে কেয়া নায়ক মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস আর শাকিব খানের মতো নায়কদের বিপরীতে এক সময় অভিনয় করেছেন। তবে ক্যারিয়ার যখন সাফল্যের চূড়ায় ঠিক তখনই সিনেমা থেকে আন্তরালে চলে যান অভিনেত্রী। পরবর্তীতে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ দিয়ে আবারও পর্দায় ফেরেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে কেয়ার বেশ কয়েকটি সিনেমা।
পাঠকের মতামত
When the age of marriage, pepole get marriaed !this is not a new thing !