অনলাইন
চলতি মৌসুমে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
পঞ্চগড় প্রতিনিধি
(১ সপ্তাহ আগে) ২৯ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৯:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৬ পূর্বাহ্ন
চলতি মৌসুমে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় এ জেলায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ শুক্রবার সকাল ৯টায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
উল্লেখ্য, এর আগে গতকাল বৃহস্পতিবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
ইউক্রেন: তাপমাত্রা শূন্যের নিচে। বিদ্যুৎকেন্দ্র এবং বৈদ্যুতিক ব্যবস্থা ধ্বংস। একটানা নয় ঘন্টা বোমাবর্ষণ। মানুষের কি অবস্থা বুঝুন। পুরোটাই বরফএর মতো ঠান্ডা।