রাজনীতি
তদন্তের মাধ্যমে ছাত্র সংঘর্ষের কারণ উদঘাটনের আহ্বান জামায়াতের
স্টাফ রিপোর্টার
(২ মাস আগে) ২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ৯:০৩ অপরাহ্ন
নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ছাত্র সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটন করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সোমবার এক বিবৃতিতে তিনি আহ্বান জানান।
গোলাম পরওয়ার বলেন, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদের সংঘর্ষে ২৪ ও ২৫ নভেম্বর প্রায় শতাধিক ছাত্র-শিক্ষক আহত ও শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। আমরা এই মর্মান্তিক ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। দেশ ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত হওয়ার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। পতিত ফ্যাসিবাদী শক্তি যে গভীর ষড়যন্ত্র করছে উল্লিখিত ছাত্র সংঘর্ষের ঘটনা সে ষড়যন্ত্রেরই অংশ বলে রাজনৈতিক পর্যবেক্ষকগণ মনে করে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য আমি সকলকে সংযত ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, আমি আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ও তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সেই সঙ্গে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
অপর এক বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ভারতের উত্তর প্রদেশের সামভালে মুঘল আমলের একটি জামে মসজিদকে হিন্দুরা পূর্বে মন্দির ছিল দাবি করে সেখানে জরিপ চালাতে গেলে মুসলমানরা বাধা দিলে পুলিশের গুলিতে ৩ জন মুসল্লি নিহত ও অনেক মুসল্লি আহত হয়েছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।তিনি বলেন, ক্ষমতাসীন বিজেপি সরকার ক্ষমতা আসার পর থেকেই মুসলমানদের মসজিদ ও মাদ্রাসা ধ্বংস করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করেই চলেছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই মসজিদের স্থানে পূর্বে মন্দির থাকার মিথ্যা দাবি জানিয়ে মসজিদ ধ্বংস করার চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু করেছে। মুসলমানদের মসজিদ ধ্বংস করার অপচেষ্টা চালিয়ে বিজেপি সরকার জাতিসংঘ কর্তৃক স্বীকৃত মুসলমানদের ধর্মীয় ও মানবিক অধিকার লঙ্ঘন করেছে। ভারত সরকারের এহেন গর্হিত অন্যায় কর্মকাণ্ডে সারা বিশে^র মুসলমানরা উদ্বিগ্ন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, মুসলমানদের মসজিদ ধ্বংস করার ষড়যন্ত্র বন্ধ করার জন্য আমি বিজেপি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে ভারতের মুসলমানদের ধর্মীয় ও মানবিক অধিকারে ভারত সরকারের হস্তক্ষেপ করার প্রতিবাদ জানানোর জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।