ভারত
মুখ কেজরিই, দিল্লির বিধানসভার নির্বাচনে লড়বেন আপের ১১ প্রার্থী
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ৫:২৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩০ পূর্বাহ্ন
দিল্লি বিধানসভা নির্বাচন আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে হওয়ার কথা। সব দল ভোটের প্রস্তুতি শুরু করে দিলেও আম আদমি পার্টি (আপ) প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে দিল। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কোর কমিটির বৈঠক শেষে আপের তরফে ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যে অরবিন্দ কেজরিওয়ালই এদিন তাও স্পষ্ট করা হয়। দিল্লির মদকাণ্ডে কেজরিওয়াল এক দফা জেলে কাটিয়ে এখন জামিনে মুক্ত। তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, ১১ জনের মধ্যে ছ’জনই ‘দলবদলু’! একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে টিকিট দেওয়া হয়েছে তাঁদের। আপের প্রার্থী তালিকায় রয়েছেন সদ্য বিজেপি ছেড়ে আপে যোগ দেওয়া ব্রহ্ম সিং তনওয়ার, ছত্তরপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। রয়েছেন প্রাক্তন বিজেপি বিধায়ক অনিল ঝা, লড়বেন কিরাদি কেন্দ্র থেকে। লক্ষ্মীনগর থেকে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন বিবি ত্যাগী। দিল্লি পুরসভার দু’বারের কাউন্সিলর তথা প্রাক্তন বিজেপি নেতা চলতি মাসের শুরুতেই বিজেপি ছেড়ে আপে যোগ দিয়েছেন। এ ছাড়া, বদরপুরে আপের তরফে প্রার্থী হিসাবে দাঁড়াবেন রাম সিং নেতাজি। রাম সিং বদরপুর কেন্দ্রে দু’বারের বিধায়ক ছিলেন। অতীতে বিএসপি এবং কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছেন। গত ২০২০ সালে দল বদলে আম আদমি পার্টিতে যোগ দেন। প্রাক্তন কংগ্রেস বিধায়ক বীর সিং ধিংগান সীমাপুরী কেন্দ্র থেকে লড়বেন। রয়েছেন চৌধুরী জুবায়ের আহমেদ এবং সুমেশ শোকীনও। যথাক্রমে সীলমপুর এবং মাটিয়ালা কেন্দ্র থেকে লড়বেন এই দুই প্রাক্তন কংগ্রেস নেতা।
বিজেপির অভিযোগ, কেজরির বিরুদ্ধে চলমান আন্দোলন থেকে দৃষ্টি ঘোরাতেই আচমকা প্রার্থী তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি। প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসার জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন বলে অভিযোগ তুলে বিজেপি আন্দোলন শুরু করেছে। বৃহস্পতিবার তারা বড় জমায়েত করে কেজরির বাড়ির সামনে। তিনি আর আম আদমির নেতা নন, প্রচার শুরু করেছে পদ্ম শিবির। আপের প্রথমসারির নেতা তথা প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন বৃহস্পতিবারই বলেছেন, বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালই আপের মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে লড়াই করবেন। দল ক্ষমতায় টিকে গেলে ফের কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হবেন। সরে যাবেন বর্তমান মুখ্যমন্ত্রী আতিশি। সত্যেন্দ্র জৈনের কথায়, কেজরিওয়াল জনতার রায় নেবেন বলে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গিয়েছেন। নিজে বিপুল ভোটে জিতে এবং দলকে জিতিয়ে এনে তিনি প্রমাণ করে দেবেন আবগারি দুর্নীতি এক বানানো গল্প এবং দিল্লিবাসী বিশ্বাস করেন না তিনি দুর্নীতি করেছেন।
সূত্র : দ্য হিন্দু