ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রজব ১৪৪৬ হিঃ

শরীর ও মন

টাক মাথায় চুল প্রতিস্থাপন

অধ্যাপক ডা. এস এম বখতিয়ার কামাল
২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার

চুল প্রতিস্থাপন  হলো: যদি মাথার সামনের অংশের চুল আগে ঝরে যায়, এই অংশকে বলা হয় টেম্পোরাল এরিয়া। আর মাথার পেছনের অংশ এবং কানের দুই পাশের অংশের চুল সাধারণত স্থায়ী হয়। এই অংশের চুল তুলনামূলক কম পড়ে। তাই একে বলা হয় পার্মানেন্ট এরিয়া বা ডোনার এরিয়া। সার্জারির মাধ্যমে ডোনার এরিয়া থেকে চুলের ফলিকল তুলে এনে মাথার টাক অংশে বসানো হয়। এই চিকিৎসা পদ্ধতিতে ভ্রু, গোঁফ বা দাড়িতেও চুল প্রতিস্থাপন করা যায়। তবে এই প্রক্রিয়ায় কেবল প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক বা হেয়ার ট্রান্সপ্লান্ট এক্সপার্টরাই করে চুল বুনন করে থাকে। 
চুল প্রতিস্থাপনের  প্রকারভেদ:
১. ফলিকিউলার ইউনিট ট্রান্সপ্ল্যান্টেশন: এই পদ্ধতিতে মাথার পেছনের ও কানের দুই পাশের অংশ থেকে ফলিকল কেটে সামনের টাক অংশে বসানো হয়। সাধারণত আধা ইঞ্চি পরিমাণে গ্রাফট সংগ্রহ করে মাইক্রোস্কোপের সাহায্যে ব্যবচ্ছেদ করে তা প্রতিস্থাপন করা হয়।
২. ফলিকিউলার ইউনিট এক্সট্রাকশন: মাইক্রোমোটরের সাহায্যে ডোনার এরিয়া থেকে একটি একটি করে চুল তুলে এনে টাক অংশে প্রতিস্থাপন করা হয়। এই পদ্ধতিতে টাক অংশের ত্বক ছিদ্র করে সেখানে চুল বসানো হয়।
৩. ডাইরেক্ট হেয়ার ট্রান্সপ্ল্যান্টেশন: এই পদ্ধতিতে একটি কলম সদৃশ যন্ত্র বা হ্যান্ডপাঞ্চ ব্যবহার করে প্রতিটা চুল আলাদা করে তোলা হয় এবং প্রতিস্থাপন করা হয়। এই পদ্ধতিতে সময় বেশি লাগলেও জটিলতা কম।
চুল প্রতিস্থাপনের পূর্বে বিবেচ্য বিষয়: প্রতিস্থাপিত চুল কতোটা সুন্দর বা দৃশ্যমানভাবে দেখতে প্রাকৃতিক হবে তা নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর। ডোনার এরিয়ার চুল যদি ঘন থাকে তাহলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে। প্রতিস্থাপনের ক্ষেত্রে পাতলা ও কালো রঙের চুলের চেয়ে ধূসর বা ফিকে রঙের ঘন চুল ভালো ফল দেয়। প্রতিস্থাপনের পর চুলের গোড়া শক্ত হতে এবং নতুন চুল গজাতে নয় মাস সময় লাগতে পারে। চুল প্রতিস্থাপনে ধূমপায়ীদের জন্য কিছুটা জটিলতা আছে। প্রতিস্থাপনের পর ধারাবাহিক স্বাস্থ্যসেবার প্রয়োজন হতে পারে।
প্রতিস্থাপনের পর করণীয়: সার্জারির ধরনের ওপর প্রতিক্রিয়ার তারতম্য হতে পারে। প্রতিস্থাপনের পর কিছু শারীরিক অসুবিধা বোধ হতে পারে। যেমন-এক বা দুইদিন মাথায় ব্যান্ডেজ পেঁচিয়ে রাখা লাগতে পারে। এতে অস্বস্তি হতে পারে। সাময়িকভাবে আঘাত পাওয়া বা ফুলে যাওয়ার মতো অনুভূতি হওয়া, মাথার ত্বকে আঁটসাঁট অনুভূতি হওয়া, চুল প্রতিস্থাপিত অংশগুলোতে ছোটো ছোটো স্ক্যাব দেখা যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাগুলো সাধারণত অল্প কিছুদিনেই ঠিক হয়ে যায়। তবে প্রতিস্থাপনের পর নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলা আবশ্যক।
চুল প্রতিস্থাপনের পর -চিকিৎসকের সব নির্দেশনা মেনে চলতে হবে।
-ব্যায়াম বা শারীরিক অনুশীলন থেকে বিরত থাকতে হবে।
-অতিরিক্ত শক্তিপ্রয়োগ করতে হয় এমন কাজে রক্তের চাপ বেড়ে গিয়ে ক্ষতস্থান থেকে রক্তপাত হতে পারে। এই ধরনের কাজ এড়িয়ে চলতে হবে।
-প্রতিস্থাপনের পর চুলের স্বাস্থ্যের জন্য উপকারী ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাবার খেতে হবে।
-রক্তপাত, তীব্র ব্যথা বা অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
-চিকিৎসকের ব্যস্থাপত্রের ওষুধ নিয়মিত খেতে হবে।


লেখক: চিফ কনসালট্যান্ট, কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার। চেম্বার: বিটিআই সেন্ট্রা গ্র্যান্ড, দ্বিতীয় তলা, গ্রীন রোড, ফার্মগেট, ঢাকা। প্রয়োজনে- ০১৭১১-৪৪০৫৫৮

শরীর ও মন থেকে আরও পড়ুন

শরীর ও মন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status