ভারত
আসামের করিমগঞ্জ জেলার নাম বদলে ‘শ্রীভূমি’ করলেন হিমন্ত বিশ্বশর্মা
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ২০ নভেম্বর ২০২৪, বুধবার, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৬ পূর্বাহ্ন
আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার নাম বদলে দিচ্ছে রাজ্যের বিজেপি সরকার। করিমগঞ্জ জেলার নাম পাল্টে ‘শ্রীভূমি’ রাখার সিদ্ধান্ত নিল আসাম মন্ত্রিসভা। বাংলাভাষী এলাকা হিসাবে পরিচিত বরাক উপত্যকার তিনটি জেলার অন্যতম করিমগঞ্জ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, এই জেলার নাম পাল্টে দেওয়া হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ জেলার নাম বদল করা হচ্ছে। আর এই কথা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি ঘোষণা করেছেন যে, রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে রাজ্যের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হচ্ছে। হিমন্ত বিশ্বশর্মা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘১০০ বছরেরও বেশি আগে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসামের আধুনিক করিমগঞ্জ জেলাকে ‘শ্রীভূমি’—মা লক্ষ্মীর ভূমি হিসাবে বর্ণনা করেছিলেন। আজ আসাম মন্ত্রিসভা আমাদের জনগণের এই দীর্ঘদিনের দাবি পূরণ করেছে।’
এর সঙ্গে বিশ্বশর্মা একটি ছবিও এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন। শেয়ার করা ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'শ্রীভূমি জেলার মানুষের প্রত্যাশা ও স্বপ্নের প্রতিচ্ছবি।’ বিজেপির কৃপানাথ মাল্লা করিমগঞ্জ আসনের বর্তমান সাংসদ। এই জেলার সিংহভাগ বাসিন্দা মুসলিম সম্প্রদায়ের। আসামের বাকি দুই বাংলাভাষী প্রধান জেলা হলো কাছাড় ও হাইলকান্দি।ইতিমধ্যেই করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি করা নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই জেলায়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজেই এদিন জানিয়ে দেন, শুধু করিমগঞ্জ নয় আভিধানিক অর্থ নেই এমন আরও নাম বদলানো হবে।
সূত্র : হিন্দুস্থান টাইমস
ওঁরা অসভ্য হলে, আমাদের অসভ্য হতে হবে? বাংলাদেশ জিন্দাবাদ ।
ঠাকুরগাঁও, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, শ্রীমঙ্গল প্রভৃতির নাম পরিবর্তন করা জরুরি প্রয়োজন। তবে প্রাথমিকভাবে শ্রীমঙ্গল এর নাম পরিবর্তন করে করিমগঞ্জ করা হোক।
নারায়ণণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদি, এই গুলো পরিবর্তন করে ইসলামপুর, অলিপুর, ঊয়ারি বটেস্বর রাখার দাবী জানাই।
বাংলাদেশের শ্রীমঙ্গলের নাম পরিবর্তন করে রহমতের নগর করা হোক।
শেষ পর্যন্ত নাম ছিনতাই? গোবর খোর মাথা হলে যা হয়,রবীন্দ্রনাথকে সম্মান জানানোর জন্য দীর্ঘকাল থেকে চলে আসা শুধু মুসলিম নাম থাকার কারণে একটি স্থানের নাম ছিনতাই করতে হলো,লজ্জা,লজ্জা।আহারে তথাকথিত অসাম্প্রদায়িক মোদির দেশ!আমাদের দেশে হিন্দুদের বিরুদ্ধে পান থেকে চুন খসলে এরা এদের ট্রাম্প গুরুর কাছে নালিশ দেয়।
সময় হয়েছে "গোপালগঞ্জ" জেলার নাম পরিবর্তন করার। সুযোগ সব সময় অপেক্ষা করে না।
গোপালগঞ্জের নাম "মুজিব নগর/ভূমি" রাখা হোক
এই নাম করন যদি বাংলাদেশে হত তাহলে ভারতের মিডিয়াতে প্রচার হত এন্টি হিন্দু বলে তারা করে যাচ্ছে কেউ কিছু বলছে না শুধু মুসলিম নাম আছে বলেই নাম পাল্টে ফেলা হয়েছে
বাংলাদেশেও কিছু হিন্দু প্রতিকের নাম আছে।এগুলো বদলে সংখ্যা গরিষ্ঠ মুসলিম নাম রাখা দরকার। যেমন ঠাকুরগাও,নারায়ণগঞ্জ, ঈসরদী,সহ অনেক...