ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

টেনিস অভিষেকে হেরেও খুশি দিয়াগো ফোরলান

স্পোর্টস ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৫:৩৭ অপরাহ্ন

mzamin

উরুগুয়ের ফুটবল কিংবদন্তি দিয়াগো ফোরলান নিজের অভিষেক আন্তর্জাতিক টেনিসে হারলেন। বুধবার বলিভিয়ার  দুই টেনিস খেলোয়াড়ের কাছে হেরে উরুগুয়ে ওপেনের মাধ্যমে নতুন ক্যারিয়ার শুরু হলো ফোরলানের। এই ম্যাচে তার সঙ্গী ছিলেন আর্জেন্টিনার ফেদেরিকো কোরি। অভিষেকে হারের পর ফোরলান বলেন, ‘আমি খুশি, বেশ উপভোগ করেছি এই ম্যাচ।’
বুধবার উরুগুয়ে ওপেনে টেনিস ডাবলসে বলিভিয়ার বরিস আরিয়াস ও ফেদেরিকো জেবালোসের মুখোমুখি হন ফোরলান-কোরি জুটি। ম্যাচে বলিভিয়ান জুটির কাছে ৬-১, ৬-২-এ হারেন ফোরলানরা। ফলে এই টুর্নামেন্টের শেষ ষোলো থেকেই বিদায় নিলেন  ফোরলানরা। মাত্র ৪৭ মিনিটেই ম্যাচটি জয় করে নেন দুই বলিভিয়ান। ৪৫ বছর বয়সী ফোরলানের খেলা দেখার জন্য এদিন মন্টেভিডিওর ক্যারাস্কো লন টেনিস সেন্টারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।  
উরুগুইয়ান সাবেক ফুটবল তারকা বলেন , ‘আমি জানতাম যে এটি আমাদের জন্য একটি কঠিন খেলা হবে। এটি মোটেও সহজ ম্যাচ ছিলো না। আমি ২০১৭ এবং ২০১৮ সালে কয়েকটি প্রদর্শনী ম্যাচ খেলেছি, তবে সেগুলোর চেয়ে এটি একদম আলাদা ছিল। তবে আমি খুশি, বেশ উপভোগ করেছি এই ম্যাচ।’
অ্যাটলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান এবং ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই তারকার  ঝুলিতে আছে প্রিমিয়ার লীগের শিরোপা। ২০১০ বিশ্বকাপে হন সেরা ফুটবলার। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলও ছিল তার। ২০১৮ সালে ফুটবল থেকে অবসরের  পর টেনিসের দিকে মনোযোগ দেন তিনি।
মন্টেভিডিওতে চ্যালেঞ্জার ট্যুর ইভেন্ট চলবে ১১-১৭ নভেম্বর পর্যন্ত ।

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status