ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

‘আইসিসির উচিত ভারত ও পাকিস্তানকে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে না দেওয়া’

স্পোর্টস ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৪:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪৭ অপরাহ্ন

mzamin

চ্যাম্পিয়নস ট্রফির আসন্ন আসর হওয়ার কথা পাকিস্তানে। আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য বেশ আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে। কিন্তু বরাবরের মতো এবারও পাকিস্তানে খেলতে যাবে না বলে জানিয়ে দিয়েছে ভারত। ক্রিকেটে ভারতের মতো দল না গেলে টুর্নামেন্ট আয়োজন নিয়েই শঙ্কা তৈরী হয়। এর আগে গত বছর এশিয়া কাপেও এক ঘটনা ঘটে। শেষ পর্যন্ত ভারতের আপত্তিতে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আসরটি আয়োজন করে পাকিস্তান। তবে এবার ভারতের আচরণে চরম ক্ষুব্ধ পাকিস্তান। দেশটির সাবেক ক্রিকেটার রশিদ লতিফ বলছেন ভারত ও পাকিস্তান দুই দেশেই আন্তর্জাতিক টুর্নামেন্ট বন্ধ করা উচিত।

রশিদ লতিফ মনে করেন, আইসিসির উচিত ভারত ও পাকিস্তানকে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে না দেওয়া, যতক্ষণ পর্যন্ত দুই দেশ নিজেদের মধ্যে ঝামেলা না মেটায়। পাকিস্তানের সাবেক অধিনায়ক বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘আমার মতে, ভারত–পাকিস্তান দুই দেশের আয়োজন স্বত্ব স্থগিত করা উচিত। যত দিন না তাদের ঝামেলা মেটে, একটা সমাধান না আসে।’

২০০৮ সালের পর পাকিস্তানে যায়নি ভারত ক্রিকেট দল। এবার ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রেও পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সরকারি সিদ্ধান্তের বিষয়টি আইসিসিকে জানিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পিসিবি ভারতকে ছাড়ফাই আয়োজন করতে চায়। কিন্তু পাকিস্তান ভারতের আয়োজিত সবকটি আইসিসি টুর্নামেন্টেই শর্ত ছাড়াই খেলেছে।

ভারত ক্রমাগতভাবে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানানোর ঘটনায় দেশটির সঙ্গে খেলা বন্ধ করে দেওয়ার পক্ষে রশিদ লতিফও। তিনি বলেন, ‘পাকিস্তান ভারতের সঙ্গে খেলা বন্ধ করে দেওয়ার বড় সম্ভাবনা আছে। আমার যদি ক্ষমতা থাকত, আমিই এই পদক্ষেপ নিতাম। এ জন্য আমি কাউকে দোষারোপ করতাম না। তুমি যদি (পাকিস্তানে) খেলতে না চাও, তাহলে আমাদের সঙ্গে খেলোই না। আমি সিদ্ধান্ত নেওয়ার জায়গায় থাকলে এটাই নিতাম। বিসিসিআইয়ের বিরুদ্ধে লড়তাম।’

পুরো পরিস্থিতির জন্য বিসিসিআইকে দায়ী করে পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘প্রথমবারের মতো বলছি, দায়টা এখানে বিসিসিআইয়ের। তারা যে কারণ দেখায়, সেটা খুবই দুর্বল। আপনাদের নিরাপত্তা নিয়ে আপত্তি থাকলে সেটা বলুন। আইসিসির নিরাপত্তা দল পাকিস্তানে এসে টুর্নামেন্ট নিয়ে সবুজ সংকেত দিয়ে গেছে। আপনাদের আপত্তি থাকলে ওদের বলতে পারতেন।’

 

পাঠকের মতামত

Very correct

Not Interested
১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১০:২৪ পূর্বাহ্ন

হামলার শিকার শ্রীলঙ্কাসহ বিশ্বের সব দল খেলছে। আর ভারত ক্ষমতার অপব্যবহার করছে। এতে ভারতের সুনাম নষ্ট হচ্ছে। ক্ষমতা থাকলে কুটনীতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেন। খেলা নিয়ে ভারতের এটা নোংরামি।

বড় ভাই
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:৫১ অপরাহ্ন

খুবই যুক্তিসংগত প্রস্তাব।আইসিসির ভেবে দেখা উচিত।

Amirswapan
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৪:৫৭ অপরাহ্ন

সহমত

Imran
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৪:৪০ অপরাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status