দেশ বিদেশ
জাতির পিতার প্রশ্নে
‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওনার অবদান অনস্বীকার্য’
স্টাফ রিপোর্টার
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবারজাতির পিতার প্রশ্নে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওনার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক ব্যক্তি হিসেবে উনি অনেক উপরের মানুষ। কিন্তু একজন ব্যক্তি সবকিছু করেছেন এটা আমাদের সংবিধানের প্রস্তাবনার ধারণা নয়। বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল এসব বক্তব্য তুলে ধরেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের ওপর পঞ্চম দিনের মতো শুনানির শেষে গণমাধ্যমের সঙ্গে এক প্রেস ব্রিফিং করেন। জাতির পিতার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, জাতির পিতার প্রশ্নে আদালতকে বলেছি, এখানেও আমাদের বক্তব্য সুস্পষ্ট। আমরা বলেছি, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওনার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক ব্যক্তি হিসেবে উনি অনেক উপরের মানুষ। কিন্তু একজন ব্যক্তি সবকিছু করেছেন এটা আমাদের সংবিধানের প্রস্তাবনার ধারণা নয়। সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, উই দ্য পিপল অব বাংলাদেশ। আমরা সবাই স্বাধীন হয়েছি। এই কথা ষোড়শ সংশোধনীর রায়ে আপিল বিভাগ বলেছে। ‘উইনেস’ থেকে সরে এসে আমরা ‘আইনেস’ এবং বায়োপিক থিউরিতে গেছি। এটা আমাদের যেখানে নিয়ে যাচ্ছে, রাজনৈতিকভাবে যে জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা কাক্সিক্ষত না। আমাদের দেশ রাষ্ট্র সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তিনি আরও বলেন, জাতির পিতা একক শব্দ ইস্যু নয়, ইস্যু হলো ওনাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য এবং যেভাবে করেছেন; মুক্তিযুদ্ধে তার কৃতিত্বটাকেও ধ্বংস করার জন্য ওনারা দায়ী।
গণভোট নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সাংবিধানিকভাবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে কথা বলার গণভোটের বিধান বিলোপ করে কণ্ঠরোধ করেছে।
তিনি বলেন, আমরা সরকারের পক্ষ থেকে রুলকে সাপোর্ট করি। তবে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চাই না। কয়েকটা জায়গা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেছি। পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিজমকে দীর্ঘায়িত করা, মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করা, সংবিধানের সুপ্রিমেসি লঙ্ঘন করা হয়েছে। এটা সংবিধানের ওপর প্রতারণার শামিল।
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বাতিলটা গণতন্ত্রের বুকে কুঠারাঘাত করা হয়েছে। রায়ের জন্যও অপেক্ষা করেনি। এটা সংবিধানের, মানুষের বুকে কুঠারাঘাত করা হয়েছে। এটা বলেছি। ১২৩ অনুচ্ছেদে সংসদ সদস্য বহাল রেখে আবার নির্বাচন করা অবৈধ। এটা সংবিধানের মৌলিক কাঠামোতে আঘাত করে।
পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আনা ৭ই মার্চের ভাষণ ও মুজিবনগর সরকার সংক্রান্ত বিষয়গুলো সংবিধানের অংশ হওয়ার যোগ্য না উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল প্রখ্যাত আইনজীবী মাহমুদুল ইসলামের বইয়ের রেফারেন্স তুলে ধরেন। আর সমাজতন্ত্র নয় গণতন্ত্রই আমাদের সংবিধানের মূল স্পিরিট উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্র পরিচালনার মূল নীতিতে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসই হবে যাবতীয় কার্যাবলীর ভিত্তিকে পুনর্বহালের যুক্তি তুলে ধরেন।
বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রুলের পঞ্চম দিনের শুনানি শেষ হয়। এদিন অ্যাটর্নি জেনারেলের শুনানির পর শুনানি শুরু করেন জামায়াতের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রুলের শুনানিতে সুজনের পক্ষে আছেন সিনিয়র আইনজীবী ড. শরিফ ভূঁইয়া। বিএনপি’র পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
ইনসানিয়াত বিপ্লব দলের পক্ষে আছেন আইনজীবী আব্দুর রউফ ও ইশরাত হাসান। আর রাষ্ট্রপক্ষে আছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন।