বাংলারজমিন
পূর্বাচলে অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবারনারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের লেকের পাড়ে পলিথিনে মোড়ানো এক অজ্ঞাত যুবকের (৩২) খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় ৭টি খণ্ডিত অংশ উদ্ধারসহ আরও দেহাবশেষ উদ্ধারে তল্লাশি অব্যাহত রেখেছেন তারা। বুধবার সকালে পূর্বাচলের ৫ নং সেক্টরের কাঞ্চন সেতু সংলগ্ন এলাকা থেকে এসব খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। থানার ওসি লিয়াকত হোসেন জানান, সকালে লেকের পাড়ে পলিথিনে মোড়ানো দুর্গন্ধযুক্ত রক্তাক্ত বস্তু দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পথচারীরা। পরে পুলিশ একাধিক পলিথিনে রাখা মস্তিষ্কসহ ৭টি আলাদা খণ্ড উদ্ধার করেন। আরও কয়েকটি খণ্ড এখনো রয়েছে বলে দাবি পুলিশের। সেসব উদ্ধারে তল্লাশি অব্যাহত রেখেছেন তারা। পুলিশের ধারণা অন্তত ২৪ ঘণ্টা পূর্বে তাকে নৃশংসভাবে অন্যত্র হত্যার পর দেহের অংশগুলো ফেলে যায় হত্যাকারীরা।
পরিচয় শনাক্ত ও মামলা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা।