ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

অনলাইন

গ্রেপ্তার সাবেক এমপি ইয়াহিয়ার বিরুদ্ধে রাজস্ব ফাঁকি দিয়ে গাড়ি আমদানির অভিযোগ

স্টাফ রিপোর্টার

(৪ সপ্তাহ আগে) ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:০৫ অপরাহ্ন

mzamin

গ্রেপ্তার জাতীয় পার্টির সিলেটের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে একাধিক বিলাস বহুল গাড়ি আমদানীর অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার সোহল রানা নামে এক ব্যক্তি কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারের কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, ইয়াহিয়া চৌধুরী ও তার ভাই সোহল আল-রাজি চৌধুরী প্রতারক ও চোরাই গাড়ীর কারবারি। তাদের ব্যবহৃত ল্যান্ডক্রজার (প্রাডো) গাড়ী ঢাকা মেট্রো ঘ ১১-৫২৭০ ও রেঞ্জরোভার ঢাকা মেট্রো ঘ ১১-৮৮১৯। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ইয়াহিয়া চৌধুরী ও তার ভাই সোহল আল-রাজি চৌধুরীর ব্যবহহৃত গাড়ী দুটির যন্ত্রাংশ হিসেবে আমদানী করে শুল্ক বিহীন চট্টগ্রাম বন্দর থেকে ছাড়িয়ে আনেন। কুড়িল বিশ্বরোডের আশীসের গ্যারেজে নতুন গাড়ীর চেসিস নম্বর মুছে ফেলে পুরান গাড়ীর চেসিস নম্বর পাঞ্চ করান। ওই গাড়িটি ২০২১ মডেলের হলেও নম্বর প্লেট ঢাকা মেট্রো ঘ ১১-৫২৭০ অনুযায়ী কাগজ কলমে ১৯৯৮ মডেলের। আবার ঢাকা মেট্রো ঘ ১১-৮৮১৯ রেঞ্জরোভার গাড়িটি ২০১৫ মডেলের হলেও নম্বর প্লেট অনুযায়ী কাগজ কলমে সেটি ১৯৯৮ মডেলের। এর ফলে একই নম্বর প্লেটে দুটি গাড়ী চলছে।
অপরদিকে ঢাকার উত্তরা পশ্চিম থানায় ইয়াহিয়া চৌধুরী গত ২৭ জুন সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলায় তিনি তার অংশীদারকে প্রধান বিবাদি করে উল্লেখ করেন উত্তরা ৩ নম্বর সেক্টর ২ নম্বর সড়কে ১৯ নম্বর হোল্ডিংয়ে চার তারকা মানের বেঙ্গল হোটেল এন্ড ইসপিটিলিটি লি. নামে আবাসিক হোটেলের তার অংশীদার। তবে জিনাত রিজওয়ানা লোকজন নিয়ে তার কাছে চাঁদা দাবি করে তার স্টাফদের মারধর করে আহত করেছেন। অনেক মালামাল লুট করেছেন। তবে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান তদন্তে এর কোনো সত্যতা পাননি। বরং উল্টো অভিযোগ পেয়ে তদন্ত শেষে গত ৩১ অক্টোবর ওই মামলার অভিযোগে মিথ্যে মর্মে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন আদালতে। সেখানে মিথ্যে অভিযোগের কারণে ইয়াহিয়ার বিরুদ্ধে ২১১ ধারায় উল্টো অভিযোগ এনেছে পুলিশ। 
এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে সিলেট আদালতে নেয়া হয়েছে। আদালত শুনানী শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। গ্রেপ্তারের পর তার চোরাই গাড়ির ব্যবসা ও ঢাকায় তারকা হোটেল নির্মাণের নামে কয়েক কোটি টাকা প্রতারনার অভিযোগ সামনে এসেছে। মঙ্গলবার করা হয়েছে লিখিত অভিযোগ। র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ইয়াহিয়া চৌধুরীর নামে সিলেটের কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য ও হত্যা চেষ্টা মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে সিলেটের কুমারপাড়া পয়েন্টে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগ এনে ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মামলাটি দায়ের করেন কুমারপাড়ার বাসিন্দা সাবুর আলী সাবু। র‌্যাব-১ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য, ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status