ঢাকা, ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

শেষের পাতা

সিলেট জেলা বিএনপি

বর্ধিত সভায় না বলা অনেক কথা বললেন নেতারা

ওয়েছ খছরু, সিলেট থেকে
১৩ নভেম্বর ২০২৪, বুধবারmzamin

প্রেক্ষাপট পরিবর্তনের পর সিলেট জেলা বিএনপি’র বর্ধিত সভায় না বলা অনেক কথা বললেন নেতারা। বর্তমান দায়িত্বশীলদের কেউ দিলেন ধন্যবাদ, কেউ করলেন সমালোচনাও। তবে দিনশেষে সিলেট বিএনপিকে এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধ থাকার তাগিদ দিয়েছেন। একই সঙ্গে মাঠ পর্যায়ের নেতাদের মূল্যায়ন এবং বিতর্কিতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। আর এসব বিষয় পর্যালোচনা করে সিলেট জেলা বিএনপি’র নেতাকর্মীরা তাগিদ অনুভব করেছেন তৃণমূলের সঙ্গে তাদের সম্পর্ক আরও জোরদার করতে হবে। তৃণমূল থেকে দলকে শক্তিশালী করতে আরেকবার তারা কার্যক্রম শুরু করতে চাচ্ছেন। সিলেট জেলা বিএনপি’র বর্তমান বয়স কতো- এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। কেউ বলছেন; সম্মেলনের দিন থেকে ধরলে এরই মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে ৮ মাস আগে। আর পূর্ণাঙ্গ কমিটি গঠনের দিন থেকে ধরলে আরও ৪ মাস হাতে বাকি আছে। এ কারণে শনিবার সিলেট নগরের একটি হোটেলে ৮ ঘণ্টার দীর্ঘ বর্ধিত সভায় নতুন কমিটি গঠনের দাবি তুলেছেন কেউ কেউ। এ সভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন। সার্বক্ষণিক সভাটি মনিটরিং করেছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী ও কলিম উদ্দিন মিলন। তারা বর্ধিত সভার নেতাদের কথা শুনেছেন। দীর্ঘ দিন পর মুক্ত পরিবেশে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রাণ খুলে কথা বলেছেন নেতাকর্মীরা। একটি সফল বর্ধিত সভা করতে পেরে খুশি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি সভার মূল্যায়ন সম্পর্কে গতকাল বিকালে মানবজমিনকে জানিয়েছেন; জেলা বিএনপি’র কমিটি ১৫১ সদস্যবিশিষ্ট। প্রায় সবাই উপস্থিত ছিলেন। এর মধ্যে কথা বলেছেন ৬০ জন নেতা। যারা কথা বলতে চেয়েছেন সবার কথা শোনা হয়েছে। বেশ কিছু বিষয় বর্ধিত সভায় উঠে এসেছে। সেগুলো আমরা পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রম শুরু করবো। তবে; দলের তৃণমূলে গতি বাড়াতে খুব শিগগিরই জেলা বিএনপি’র নেতাকর্মীরা তৃণমূল সফরে বের হবেন। এসব বিষয় নিয়ে এখন চিন্তা-ভাবনা করা হচ্ছে। গঠন করা হবে সফরের টিমও। ইউনিয়ন পর্যায়ে নেতাদের সঙ্গে কথা বলতে ও তাদের কথা শুনতে চান জেলা বিএনপি’র নেতারা। সভায় বক্তব্য রাখেন জেলা  স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। বক্তব্য প্রদানকালে নানা প্রসঙ্গ তুলে আনেন মেয়াদোত্তীর্ণ কমিটির বিরুদ্ধে। তার মতে; সম্মেলন ও কাউন্সিলের দিন থেকে ধরলে প্রায় ৮ মাস আগে কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এজন্য তিনি নতুন করে সম্মেলনের দাবি তুলে ধরেন। জেলা বিএনপি’র সাবেক সভাপতি আবুল কাহের শামীম গঠনতন্ত্র মেনে ঘটে যাওয়া সকল অনিয়ম দূর করার কথা বলেন। তিনি জানান- সংগঠনকে গতিশীল করতে হলে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ জন্য বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠে থাকা নেতারা যেনো প্রাধান্য পায়। একই ভাবে দলকে সঠিক ভাবে পরিচালনা ও নেতাকর্মীদের মূল্যায়িত করার কথা বলেন জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট আশিক উদ্দিন, এডভোকেট এটিএম ফয়েজ, ইকবাল আহমদ, ময়নুল হক চৌধুরী সহ কয়েকজন সিনিয়র নেতা। বর্ধিত সভায় উপস্থিত থাকা নেতাকর্মীরা জানিয়েছেন; উপজেলা পর্যায়ের বেশির ভাগ নেতা বক্তব্য দেয়ার সময় বর্তমান কমিটিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে জেলা বিএনপি’র কার্যক্রম নিয়ে প্রশংসা করেন। এ সময় গোয়াইনঘাট বিএনপি’র নেতারা সীমান্তের অবৈধ ব্যবসা চিনিকাণ্ডে  নেতাদের বিতর্কিত হওয়ার বিষয়টি উত্থাপন করেন। কেউ কেউ পাথর ও বালু লুটপাটে নেতাকর্মীদের বিতর্কিত হওয়ার বিষয়টি আমলে নিয়ে দ্রুত গুরুত্ব সহকারে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ সাম্প্রতিক সময়ে নেতাকর্মীদের বহিষ্কারের সাংগঠনিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে বলেন; কারও বিরুদ্ধে অভিযোগ এলে তাকে শোকজ না করে বহিষ্কার করা উচিত হচ্ছে না। এখানে যার বিরুদ্ধে অভিযোগ এসেছে তারও বক্তব্য শোনা উচিত। বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী মানবজমিনকে জানিয়েছেন, কেন্দ্রীয় নেতা হিসেবে সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে আমরা দুই সহ-সাংগঠনিক সম্পাদক বর্ধিত সভায় উপস্থিত ছিলাম। নেতাদের বক্তব্য আমরা লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে কোনো সমস্যা ধরা পড়লে সেটি সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হবে। তিনি বলেন- বিএনপি এই গণঅভ্যুত্থানের  নেতৃত্বদানকারী দল। এই দলের নেতাকর্মীদের কাছে মানুষের আশা আকাঙ্ক্ষা এখন আকাশসম। সুতরাং মানুষের আকাঙ্ক্ষা পূরণে আমরা যেনো বিচ্যুত না হই সে কারণে আমাদের পক্ষ থেকে যা যা করা দরকার সবই করবো। 
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

   

শেষের পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status