বিনোদন
ইশার আক্ষেপ
বিনোদন ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, বুধবারগেল বছর বিচ্ছেদের পথে হাঁটেন বলিউড অভিনেত্রী ইশা কোপিকার এবং তার স্বামী টিম্মি নারং। সে সময় ইশা তার মেয়ে রিয়ানাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসেন, তারপরই হয় বিচ্ছেদ। তিন বছর সম্পর্কে থাকার পর ২০০৯ সালে টিম্মির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ইশা। প্রায় ১৪ বছর বিবাহিত জীবন কাটানোর পরে বিচ্ছেদ হয় তাদের। বিয়ে ভাঙার পরপরই কারণ নিয়ে সেভাবে কিছু জানাতে চাননি অভিনেত্রী। সে সময় ইশা বলেছিলেন, এত তাড়াতাড়ি আমার বলার কিছুই নেই। ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে চাই। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। সম্প্রতি তিনি জানান, তিনি সংসার ভাঙতেই চাননি। পুরোটাই স্বামীর হঠকারিতা ও দায়িত্বজ্ঞানহীনতার কারণে হয়েছে। ইশা বলেন, আমি আসলে বুঝতেই পারিনি সংসার কেন ভাঙলো। বিচ্ছেদের সিদ্ধান্ত একেবারেই আমার স্বামীর ছিল। আমরা মানুষ হিসেবে একে-অপরের থেকে অনেকটাই আলাদা। অনেক চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠিনি। আজও বিয়ে ভাঙার কারণ খুঁজে বেড়াই আমি। অভিনেত্রী বলেন, আমি হয়তো ওর সঙ্গে বিয়েটা না ভাঙতেই পারতাম। সেটাই বরং আমার জন্য সহজ হতো। কিন্তু এটা আমার মূল্যবোধের সঙ্গে বিপরীতধর্মী। তাই আলাদা হয়ে যাওয়াটা সমীচীন। কিছু উত্তর আমার চাই। মনে হয় এই ব্রহ্মাণ্ডই আমাকে উত্তর দেবে। একসঙ্গে থেকে প্রতিনিয়ত ঝগড়া করা আসলে অর্থহীন। তবে অভিনেত্রীর আক্ষেপ, মেয়ে রিয়ানার জন্য। কারণ তিনি চেয়েছিলেন ধীরে-সুস্থে মেয়েকে পুরোটা সময় দিয়ে বড় করতে।