বিনোদন
মুখ খুললেন মীম
স্টাফ রিপোর্টার
১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার২০২২ সালে প্রেমিক ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। বিয়ের পর সংসার এবং অভিনয় এই দুই নিয়েই দারুণ ব্যস্ত তিনি। বেশির ভাগ সময় কাজ নিয়েই ব্যস্ত থাকলেও কয়েক মাস ধরেই অবসর সময় কাটাচ্ছেন তিনি। আর এ কারণেই গুঞ্জন উঠেছে মা হতে যাচ্ছেন মীম। বিষয়টি নিয়ে নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী নিজেই। নতুন অতিথি ঘরে আসা প্রসঙ্গে মীম বলেন, এমন কিছু ঘটলে আমি কেন লুকাবো?
আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি। যা করেছি, সবকিছু জানিয়েই করেছি। তবে শিগগিরই সন্তান নেয়ার সম্ভাবনা নেই। তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন। এখন কাজ নিয়েই ভাবছি, কাজ নিয়েই থাকতে চাই। এদিকে রোববার ৩২ বছরে পা রাখলেন তিনি। অভিনেত্রী জানান, জন্মদিনটা আসলে খুব ঘটা করে উদ্যাপন করা হয় না। বরাবরের মতোই মা, হাজব্যান্ড, পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া আয়োজনেই উদ্যাপন করা হয়।
এবারের জন্মদিনের প্রথম প্রহর থেকেই পরিবার, ভক্ত, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মীম। একের পর এক উপহার সারপ্রাইজ হিসেবে পেয়েছেন। এমনকি সাদামাটা আয়োজনে দিনটি পালন করলেও নিজের ৩২তম জন্মদিনে ২৫টি কেক কেটেছেন এই অভিনেত্রী। মীম বলেন, জন্মদিনের প্রথম প্রহর থেকেই একাধিক কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে। বিকাল পর্যন্ত ২৫টির মতো কেক কাটলাম।