বাংলারজমিন
দুটো কিডনিই বিকল
ভাইকে বাঁচাতে কিডনি দিতে চাইলেও অর্থাভাবে অনিশ্চয়তা
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৪, সোমবারছোট ভাইয়ের দুটো কিডনিই বিকল হওয়ায় একটি কিডনি দিয়ে বাঁচাতে চাচ্ছেন বড় ভাই। তবে ভাইয়েরা আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় কিডনি প্রতিস্থাপনে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী চরপাড়া গ্রামের ঘটনা এটি।
জানা গেছে, উপজেলার হোসেন্দী চরপাড়া গ্রামের আরিফুজ্জামান (৪৫) নামের এক ফার্মেসি ব্যবসায়ী ছয় মাস আগে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন তার দুটো কিডনিই বিকল হয়ে গেছে। এরপর থেকে তিনি নিয়মিত ডায়ালাইসিস করে আসছেন। পরবর্তীতে চিকিৎসক তাকে একটি কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। এর পরিপ্রেক্ষিতে তার বড় ভাই মো. শরিফুজ্জামান (৫০) তাকে একটি কিডনি দিবেন বলে সিদ্ধান্ত নেন। তবে কিডনি প্রতিস্থাপনে ৫-৬ লাখ টাকা লাগবে। ভাইদের দু’জনই আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় এত টাকা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব। তাই কিডনি ম্যানেজ হলেও প্রতিস্থাপনের খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।
ভুক্তভোগী আনিসুজ্জামান জানান, ফার্মেসি ব্যবসা করে সংসার চালিয়ে আসছি। সংসার জীবনে আমার ১২ বছরের এবং সাত বছরের দুই ছেলে সন্তান রয়েছে। গত ছয় মাস আগে শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে পড়ি। পরে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানতে পারি আমার দুটো কিডনিই বিকল হয়ে পড়েছে। পরবর্তীতে ফার্মেসি বিক্রি করে এবং জমানো কিছু টাকা পয়সা সব চিকিৎসার পেছনে ব্যয় করেছি। চিকিৎসক আমাকে একটি কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেয়। আমার বড় ভাই আমাকে কিডনি দিতে সম্মত হন। কিন্তু কিডনি প্রতিস্থাপনে দরকার কমপক্ষে পাঁচ থেকে ছয় লাখ টাকা। এত টাকা আমি কোথায় পাবো। আমার বড় ভাইসহ অন্য ভাইয়েরাও আর্থিকভাবে তেমন একটা সচ্ছল নয়। তাই কিডনি পেলেও প্রতিস্থাপনের ব্যয় নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি।
তিনি আরও বলেন, রোগ শনাক্তের পর থেকে প্রতি সপ্তাহে দুটি ডায়ালাইসিস দিয়ে আসছি। এতে প্রতি মাসে আমার খরচ হচ্ছে ৩০ হাজার টাকার মতো। সহায়-সম্বল যা ছিল তা চিকিৎসার পেছনে ব্যয় করে ফেলেছি। এখন কিডনি প্রতিস্থাপনের টাকা জোগাড় করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। আমি সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য অনুরোধ করছি।
বড় ভাই মো. শরিফুজ্জামান জানান, ‘আমার ভাইকে বাঁচাতে এবং ভাইদের এই বন্ধন যাতে ভেঙে না যায় সেজন্য সকলকে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে একটি প্রাণ বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি’।
Brother how to help this person please give me contact details Thanks