বাংলারজমিন
কুলাউড়ায় ইউপি চেয়ারম্যান মাহাবুবসহ গ্রেপ্তার ৩
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৪, সোমবারকুলাউড়ায় এক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার জয়চণ্ডী ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার দুপুরে তাদেরকে কারাগারে প্রেরণ করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- জয়চণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন লেবু ও লোকমান মিয়া।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গত শনিবার দিবাগত রাতে জয়চণ্ডী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
৩
বিএনপি’র দুই নেতার তদবির/ আওয়ামী লীগ নেতা বাচ্চুকে আটকের পর ছেড়ে দিলো ডিবি
৫